বৃহস্পতিবার, ৮ জুলাই ২০২১
ইউরোর ফাইনালে ইতালির প্রতিপক্ষ ইংল্যান্ড
Home Page » খেলা » ইউরোর ফাইনালে ইতালির প্রতিপক্ষ ইংল্যান্ডবঙ্গনিউজঃ ইউরোর দ্বিতীয় সেমিফাইনালে ডেনমার্ককে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে ইংল্যান্ড। প্রথমার্ধের ৩০ মিটের মাথায় ড্যানিশরা ১-০ গোলে এগিয়ে যায়। গোল শোধের জন্য মরিয়া হয়ে উঠে ইংলিশরা। ৩৯ মিনিটের মাথায় ড্যানিশ কাপ্তান বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই বল পাঠিয়ে দেন। এই গোলেই ১-১ সমতায় ফিরে ইংলিশরা। খেলার বাকি সময় আক্রমণ পাল্টা আক্রমণ হলেও কোন দলই গোল করতে পারে নি। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। ১০৪ মিনিটের মাথায় স্টার্লিংকে ড্যানিশরা নিজদের ডি-বক্সে ফাউল করায় পেনাল্টি পায় ইংল্যান্ড। ড্যানিশ গোলরক্ষক ইংলিশ ক্যাপ্টেন হ্যারি কেইনের শট ঠেকিয়ে দিলেও ফিরতে শটে বল জালে পাঠিয়ে ইংলিশদের জয়ের পথ গড়ে দেন কাপ্তান কেইন। পরবর্তীতে আর কোন গোল না হওয়ার ২-১ গোলে জয় নিয়ে ইউরোর ফাইনালে পৌঁছে রানী ইলিজাবেথের ইংল্যান্ড যেখানে তাদের প্রতিপক্ষ ইতালি।
বাংলাদেশ সময়: ১৭:২৪:১৯ ৮৩৩ বার পঠিত # #ইংল্যান্ড #ইউরোর ফাইনাল #ইতালি