বৃহস্পতিবার, ৮ জুলাই ২০২১

হঠাৎ শিমুলিয়া ঘাটে মানুষের ভিড় ও যানের চাপ

Home Page » প্রথমপাতা » হঠাৎ শিমুলিয়া ঘাটে মানুষের ভিড় ও যানের চাপ
বৃহস্পতিবার, ৮ জুলাই ২০২১



 ফাইল ছবি

বঙ্গনিউজঃ টানা তিনদিন ফাঁকা থাকার পরে হঠাৎ বৃহস্পতিবার সকাল থেকে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে যাত্রী ও পণ্যবাহী যানবাহনের চাপ বেড়েছে। ঈদের আগে লকডাউন শেষ হবে না- এ আশঙ্কায় রাজধানী ছেড়ে গ্রামে ছুটছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ।সোমবার থেকে বুধবার তিনদিন শিমুলিয়া ঘাটের পার্কিং ইয়ার্ডগুলো ফাঁকা পড়েছিল। তিনটির জায়গায় একটি ফেরিঘাট চালু ছিল। যাত্রী ও যানবাহনের চাপের কারণে আজ তিনটি ফেরিঘাট চালু করা হয়েছে। এ কয়দিন যানবাহনের অপেক্ষায় ছিল ফেরি। কিন্তু ভোর থেকে ঢাকা থেকে যাত্রীরা সিএনজিচালিত অটোরিকশা, ইজিবাইক ও মোটরসাইকেলে করে ঘাটে আসছেন।সকাল থেকে শিমুলিয়া ঘাটে যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছেশিমুলিয়া ঘাট ট্রাফিক পুলিশের সার্জেন্ট রাসেল মোশাররফ জানান, প্রায় তিনদিন পার্কিং ইয়ার্ডগুলো ফাঁকা ছিল। আজ খুব ভোর থেকে পণ্যবাহী যানবাহনের চাপ বেড়েছে। ঘাটে এখন ছোট-বড় দুই শতাধিক যানবাহন পদ্মা পারাপারের অপেক্ষায় রয়েছে।সকাল সাড়ে ৯টায় শিমুলিয়া ২ নম্বর ফেরিঘাটে ঢাকার জুরাইন থেকে আসা পটুয়াখালীগামী যুবক হামিদুল (৩২) জানান, খুব ভোরে সিএনজিচালিত অটোরিকশাতে করে রওনা দিয়ে ঘাটে এসেছি। কিন্তু অন্য সময়ের চেয়ে দ্বিগুণ ভাড়া গুণতে হয়েছে।তিনি আরও জানান, ভেবেছিলাম এক সপ্তাহ লকডাউন থাকবে। আজ থেকে দ্বিতীয় দফায় কঠোর লকডাউন শুরু হওয়ায় ঢাকায় থাকা-খাওয়া কঠিন হয়ে পড়েছে। তাছাড়া ঈদের আগেও লকডাউন খুলবে বলে মনে হচ্ছে না। তাই গ্রামে ফিরে যাচ্ছি।

বাংলাদেশ সময়: ১৪:১৭:২৭   ৭৫১ বার পঠিত   #  #  #  #  #  #  #