বুধবার, ৭ জুলাই ২০২১

এস কে সুর চৌধুরীর সব ব্যাংক হিসাব স্থগিত

Home Page » অর্থ ও বানিজ্য » এস কে সুর চৌধুরীর সব ব্যাংক হিসাব স্থগিত
বুধবার, ৭ জুলাই ২০২১



ফাইল ছবি -বাংলাদেশ ব্যাংক

বঙ্গ-নিউজ:এস কে সুর চৌধুরী এবং তার স্ত্রী সুপর্ণা সুর চৌধুরীর ব্যাংক হিসাব থেকে অর্থ উত্তোলন ও স্থানান্তর স্থগিত করেছে এনবিআর। আজ বুধবার এ সংক্রান্ত একটি চিঠি ইস্যু করা হয়েছে। ফলে ব্যাংক থেকে তারা কোনো ধরনের অর্থ উত্তোলন ও স্থানান্তর করতে পারবেন না।  জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি) বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর চৌধুরী (এস কে সুর চৌধুরী) এবং তার স্ত্রী সুপর্ণা সুর চৌধুরীর সব ব্যাংক হিসাব স্থগি করেছে। এনবিআর সূত্রে এ তথ্য জানা যায়।

ফাইল ছবি -সীতাংশু কুমার সুর

এনবিআরের ওই চিঠিতে বলা হয়েছে, আয়কর অধ্যাদেশ ১৯৮৪ এর ধারা ১১৬ এ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সরকারি রাজস্ব স্বার্থ সংরক্ষণের নিমিত্তে এস কে সুর ও তার স্ত্রীর ব্যক্তিগত কোম্পানির নামে ব্যাংকে পরিচালিত সব হিসাব থেকে অর্থ উত্তোলন স্থানান্তর স্থগিত করার প্রয়োজনীয়তা অনুভূত হয়েছে। এ জন্য দেশের সব ব্যাংককে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

সিআইসি থেকে পাঠানো ওই চিঠি ইতোমধ্যে বাংলাদেশের সব তফসিলি ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বরাবর পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২০:৩৮:৫০   ৫৩৩ বার পঠিত   #  #  #  #