বুধবার, ৭ জুলাই ২০২১

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ..

Home Page » ক্রিকেট » টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ..
বুধবার, ৭ জুলাই ২০২১



ফাইল ছবি

হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। ইনজুরির কারণে বাংলাদেশ একাদশে নেই তামিম ইকবাল। দলে ফিরেছেন সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ।
তামিমের অনুপস্থিতিতে বাংলাদেশের পক্ষে ওপেন করতে নামেন সাইফ হাসান ও সাদমান ইসলাম। শুরুটা মোটেও ভাল হয় নি বাংলাদেশের দলীয় চার রানের মাথায় শূন্য রানে ফিরে যান সাইফ হাসান। তিন নম্বরে ব্যাট করতে নামা নাজমুল হোসেন শান্তও বেশিক্ষণ ক্রিজে ঠিকে থাকতে পারেন নি। ব্যাক্তিগত ২ রান করে দলীয় ৮ রানের মাথায় আউট হয়ে সাজঘরে ফিরেন। প্রথম দুটি উইকেটেই নেন জিম্বাবুয়ের ফাস্ট বোলার ব্লেজিং মুজরাবানি। শেষ খবর পর্যন্ত প্রথম সেশন শেষে বাংলাদেশের সংগ্রহ ৭০ রান ৩ উইকেটের বিনিময়ে। অধিনায়ক মুমিনুল ৩২ এবং মুশফিকুর রহিমের ১ রানে অপরাজিত আছেন।
স্কোরঃ-
বাংলাদেশ - ৭০/৩ ( মুমিনুল ৩২*, সাদমাম ২৩, সাইফ ০, শান্ত ২, মুশফিক ১*)

বাংলাদেশ সময়: ১৬:১৮:৪২   ৫০৯ বার পঠিত   #  #  #  #  #  #  #