বুধবার, ৭ জুলাই ২০২১

বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প অনুভূত

Home Page » জাতীয় » বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প অনুভূত
বুধবার, ৭ জুলাই ২০২১



ফাইল ছবি

বঙ্গনিউজঃভারতের আসাম ও মেঘালয় সীমান্তে মাঝারি মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল।যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ দপ্তরের (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় বুধবার সকাল ৯টা ১৫ মিনিটে ভূমিকম্পনটি অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩।ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম ও মেঘালয় সীমান্তে, ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।সকালে ঢাকার পাশাপাশি সিলেট ও চট্টগ্রাম অঞ্চলে এই ভূমিকম্প অনুভূত হয়েছে বলে সমকালের প্রতিনিধিরা জানিয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।কুড়িগ্রাম প্রতিনিধি জানান, সকাল ৯টা ১৫ মিনিটে অনুভূত এই ভূকম্পন ১৫ থেকে ২০ সেকেন্ডের মতো স্থায়ী ছিল। ভূমিকম্পের সময় আতঙ্কিত লোকজন ঘর থেকে বাইরে ছুটে যান।

বাংলাদেশ সময়: ১২:৩৭:৪৫   ৪৩০ বার পঠিত   #  #  #  #  #