মঙ্গলবার, ৬ জুলাই ২০২১
তাজিকিস্তানে চলে যাচ্ছেন আফগান সেনারা!!
Home Page » জাতীয় » তাজিকিস্তানে চলে যাচ্ছেন আফগান সেনারা!!বঙ্গ-নিউজ: একদিকে ন্যাটো আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করে নিচ্ছে, অন্য দিকে দেশটিতে আবার ক্ষমতার কেন্দ্রে চলে আসতে শুরু করেছে তালেবান। এর মধ্যেই তালেবানদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়েছে আফগানিস্তানের সরকারি বাহিনী। পরিস্থিতি এতোটাই জটিল হয়ে পড়েছে যে, প্রতিবেশি তাজিকিস্তানে চলে যাচ্ছেন আফগান সেনারা।
আনুষ্ঠানিক হিসেবে এখন পর্যন্ত এক হাজারের বেশি আফগান সেনা তাজিকিস্তানে আশ্রয় প্রার্থনা করেছেন, এবং সেখানে আশ্রয় নেওয়ার অনুমতিও পেয়ে গেছেন।
তাজিকিস্তান বর্ডার গার্ড বলছে, নিজেদের জীবন বাঁচানোর তাগিদেই আফগান সেনারা তাজিকিস্তানে চলে যাচ্ছেন।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে আফগানিস্তানের বিভিন্ন স্থানে তালেবান ও সেনাদের সংঘর্ষ হয়েছে। এতে তালেবানদের জয়ের খবরই বেশি। বিশেষ করে দেশটির উত্তরাঞ্চলে তালেবানদের সামনে দাঁড়াতেই পারছে না আফগান সেনারা।
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং তাদের মিত্র দেশগুলো আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করে নেওয়ায় এ রকম পরিস্থিতি সৃষ্টি হলো। ২০০১ সালে “শান্তি ও গণতন্ত্র” প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে এই সেনারা আফগানিস্তানে এসেছিলো।
সেপ্টেম্বর মাসের মধ্যে ন্যাটোর সব সেনার আফগানিস্তান ছাড়ার কথা থাকলেও এর মধ্যেই বেশির ভাগ সেনা নিজ দেশে ফিরেছে। তাদের ফেরার পর আফগানিস্তানের স্থানীয় সেনার দেশের নিরাপত্তার দায়িত্ব নেওয়ার কথা ছিলো। কিন্তু খুব সম্ভবত তারা তালেবানদের কাছে পরাজিত হতে যাচ্ছে।
বাংলাদেশ সময়: ২০:৫৭:৩৮ ৫৯৭ বার পঠিত #আফগানিস্তান #জিকিস্তান #তালেবান #সরকারি সেনা