মঙ্গলবার, ৬ জুলাই ২০২১
আশ্রয়ণ প্রকল্পে অনিয়মের কারনে ৫ কর্মকর্তা ওএসডি
Home Page » জাতীয় » আশ্রয়ণ প্রকল্পে অনিয়মের কারনে ৫ কর্মকর্তা ওএসডিবঙ্গ-নিউজ: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজস্ব উদ্যোগে পরিচালিত আশ্রয়ণ প্রকল্পে বিরাট অনিয়ম ধরা পড়েছে। এই অনিয়মের অভিযোগে মুজিববর্ষের আশ্রয়ণ প্রকল্পের প্রশাসন ক্যাডারের ৫ জনকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। তাদের মধ্যে সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনারও (ভূমি) রয়েছেন। আজ মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি সূত্র।
নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র মতে, পৃথক আদেশে এসব কর্মকর্তাদের গত কয়েক দিনে ওএসডি করে প্রজ্ঞাপন জারি করা হয়। তাদের মধ্যে একজনের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে, বাকিদের বিরুদ্ধেও একই ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।
ওএসডি হওয়া কর্মকর্তাদের মধ্যে সবার ওপরে রয়েছেন সিরাজগঞ্জের কাজীপুরের সাবেক ইউএনও শফিকুল ইসলাম, যিনি বর্তমানে উপ-সচিব পদে রয়েছেন। বগুড়ার শেরপুরের সাবেক ইউএনও লিয়াকত আলী শেখের নাম রয়েছে এই তালিকায়, তিনি এখন অতিরিক্ত জেলা প্রশাসক।
এ ছাড়া ওএসডি হওয়া কর্মকর্তাদের কাতারে রয়েছেন বরগুনার আমতলীর ইউএনও আসাদুজ্জামান, মুন্সিগঞ্জ সদরের সাবেক ইউএনও রুবায়েত হায়াত ও সহকারী কমিশনার (ভূমি) শেখ মেজবাহ-উল-সাবেরিন।
এসব কর্মকর্তাদের মধ্যে শফিকুল ইসলামের বিরুদ্ধে এরইমধ্যে বিভাগীয় মামলা করা হয়েছে। মুজিববর্ষ উপলক্ষে সরকারের আশ্রয়ণ প্রকল্পে একটি করে ঘর তৈরি করে দেয়া হয়েছে ১ লাখ ১৮ হাজার ৩৮০ জন ভূমিহীনকে। জেলায় জেলায় বাস্তবায়িত এই প্রকল্পে কিছু স্থানে ঘর নির্মাণে বড় ধরনের অনিয়মের অভিযোগ রয়েছে।
বাংলাদেশ সময়: ২০:৪৬:০৩ ৫৭৫ বার পঠিত #অনিয়ম #আশ্রয়ণ প্রকল্প #ওএসডি #প্রশাসন