মঙ্গলবার, ৬ জুলাই ২০২১
নাটোরে ৩ নারীর মৃত্যু, ৯৭ জন শনাক্ত
Home Page » সারাদেশ » নাটোরে ৩ নারীর মৃত্যু, ৯৭ জন শনাক্তবঙ্গনিউজঃ নাটোরে গত ২৪ ঘণ্টায় করোনা ও করোনা উপসর্গ নিয়ে তিন নারীর মৃত্যু হয়েছে। এই সময়ে জেলাটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৯৭ জন। নমুনা পরীক্ষা করা হয়েছিল ৩০৫ জনের। অর্থাৎ জেলায় শনাক্ত হার ৩১.৮০ শতাংশ।নাটোর সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা. পরিতোষ কুমার রায় জানান, হাসপাতালের রেডজোনে হাজেরা (৬৫) ও ইয়োলো জোনের ওয়ার্ডে সেলিনা (৪৬) নামে দুইজন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন।সিভিল সার্জন অফিসের সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) হাফিজার রহমান জানান, সিংড়ায় আনোয়ারা (৫০) নামে এক নারী করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।নাটোরে মোট করোনা আক্রান্ত চার হাজার ৩৮২ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন এক হাজার ৯৬৯ জন। সদর হাসপাতালে ভর্তি আছেন ১০৮ জন। হোম কোয়ারেন্টাইনে রয়েছেন দুই হাজার ৩৫১ জন। এছাড়া জেলায় মোট মৃত্যু ৬৪ জন।এদিকে করোনাভাইরাস সংক্রমণ রোধে কঠোর লকডাউনের ষষ্ঠ দিনেও সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও র্যা ব সদস্যরা কঠোর অবস্থানে রয়েছেন। তারা জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছেন। পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের অভিযানও অব্যাহত রয়েছে।জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, যেকোনো মূল্যে আমাদের করোনা দুর্যোগ মোকাবিলা করতে হবে। আমরা যদি সরকারের নির্দেশ মোতাবেক জীবনযাপন করতে পারি, তবে ঝুঁকিমুক্ত থাকতে পারব।করোনা সংক্রমণ রোধে সরকারের জারি করা কঠোর বিধিনিষেধ চলাকালে স্বাস্থ্যবিধি অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।
বাংলাদেশ সময়: ১২:৪০:২৭ ৪৫৩ বার পঠিত # #কভিড১৯ #করোনা ভাইরাস #গোপালগঞ্জ #দিনাজপুর #নাটোর #বাঘেরহাট #বিশ্বস্বাস্থ্য