সোমবার, ৫ জুলাই ২০২১
তেলিগাতী বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা
Home Page » সারাদেশ » তেলিগাতী বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাআলমগির কবির বঙ্গনিউজ প্রতিনিধি ঃমহামারীর বিধি-নিষেধের মধ্যে ‘অপ্রয়োজনে বের হওয়া ও কঠোর লকডাউনে দোকানপাট খোলা রাখায় জরিমানা করা হয়।গতকাল ০৪/০৭/২০২১ বিকালে নেত্রকোনা জেলার আটপাড়া থানার তেলিগাতী ইউনিয়ন এর তেলিগাতী বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আটপাড়া উপজেলার ইউ এন ও জনাব মাহফুজা সুলতানা।
ছবি: মো: আলমগীর কবীর
বাংলাদেশ সময়: ১৯:২৭:১২ ১১৯০ বার পঠিত # #UNO #আটপাড়া উপজেলার #জরিমানা #তেলিগাতী #ভ্রাম্যমাণ আদালত #মহামারী #মাহফুজা সুলতানা