রবিবার, ৪ জুলাই ২০২১
দুই ডোজ টীকা নিলে মৃত্যুঝুঁকি কমে ৯৮ শতাংশ
Home Page » এক্সক্লুসিভ » দুই ডোজ টীকা নিলে মৃত্যুঝুঁকি কমে ৯৮ শতাংশবঙ্গ-নিউজ: এক গবেষণায় উঠে এসেছে, করোনাভাইরাসের এক ডোজ টিকা নিয়েছেন এমন ৩৫ হাজার ৮৫৬ জন পুলিশ সদস্যের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৯ জন। অর্থাৎ, এক ডোজ গ্রহণ করা ব্যক্তিদের ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃতের হার প্রতি হাজারে ০.২৫। অন্যদিকে দুই ডোজই নিয়েছেন, এমন ৪২ হাজার ৭২০ জনের মধ্যে মারা গেছেন মাত্র ২ জন। মৃতের হার হাজারে ০.০৫। কেউ যদি করোনাভাইরাসের টিকার দুটি ডোজ গ্রহণ করে তাহলে মৃত্যুর হাত থেকে তার বেঁচে যাওয়ার সম্ভাবনা ৯৮ শতাংশ। আর কেউ যদি একটি ডোজ গ্রহণ করে তাহলে মৃত্যুঝুঁকি কমে ৯৮ শতাংশ। একটি গবেষণার বরাত দিয়ে ভারত সরকার গতকাল এই তথ্য জানায়।
এনডিটিভির খবরে বলা হয়েছে, গবেষণাটি পরিচালিত হয় পাঞ্জাব পুলিশের ওপর। যৌথভাবে এই গবেষণা চালিয়েছে পাঞ্জাব সরকার ও চণ্ডীগড় পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউট অব মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ। গবেষণা থেকে প্রাপ্ত তথ্য উপস্থাপন করেন ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফরমিং ইন্ডিয়ার (এনআইটিআই) সদস্য ডা. ভি কে পল।
ডা. ভি কে পল বলেন, করোনার টিকা নেননি এমন ৪ হাজার ৮৮৬ জন পুলিশ সদস্যের মধ্যে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৫ জন। অর্থাৎ, এক্ষেত্রে প্রতি হাজারে মৃতের হার ৩.০৮। গবেষণার জন্য পুলিশ বাহিনীকে বেছে নেওয়ার কারণ হলো, দায়িত্ব পালনের কারণে বরাবরই করোনায় আক্রান্ত হওয়ার উচ্চ ঝুঁকিতে থাকেন তারা।
বাংলাদেশ সময়: ২০:৪৭:৩৩ ৫৩২ বার পঠিত #করোনা #গবেষণা #দ্বিতীয় ডোজ #ভ্যাকসিন