দুই ডোজ টীকা নিলে মৃত্যুঝুঁকি কমে ৯৮ শতাংশ

Home Page » এক্সক্লুসিভ » দুই ডোজ টীকা নিলে মৃত্যুঝুঁকি কমে ৯৮ শতাংশ
রবিবার, ৪ জুলাই ২০২১



টীকা প্রদানের দৃশ্য

বঙ্গ-নিউজ: এক গবেষণায় উঠে এসেছে, করোনাভাইরাসের এক ডোজ টিকা নিয়েছেন এমন ৩৫ হাজার ৮৫৬ জন পুলিশ সদস্যের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৯ জন। অর্থাৎ, এক ডোজ গ্রহণ করা ব্যক্তিদের ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃতের হার প্রতি হাজারে ০.২৫। অন্যদিকে দুই ডোজই নিয়েছেন, এমন ৪২ হাজার ৭২০ জনের মধ্যে মারা গেছেন মাত্র ২ জন। মৃতের হার হাজারে ০.০৫। কেউ যদি করোনাভাইরাসের টিকার দুটি ডোজ গ্রহণ করে তাহলে মৃত্যুর হাত থেকে তার বেঁচে যাওয়ার সম্ভাবনা ৯৮ শতাংশ। আর কেউ যদি একটি ডোজ গ্রহণ করে তাহলে মৃত্যুঝুঁকি কমে ৯৮ শতাংশ। একটি গবেষণার বরাত দিয়ে ভারত সরকার গতকাল  এই তথ্য জানায়।

এনডিটিভির খবরে বলা হয়েছে, গবেষণাটি পরিচালিত হয় পাঞ্জাব পুলিশের ওপর। যৌথভাবে এই গবেষণা চালিয়েছে পাঞ্জাব সরকার ও চণ্ডীগড় পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউট অব মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ। গবেষণা থেকে প্রাপ্ত তথ্য উপস্থাপন করেন ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফরমিং ইন্ডিয়ার (এনআইটিআই) সদস্য ডা. ভি কে পল।

ডা. ভি কে পল বলেন, করোনার টিকা নেননি এমন ৪ হাজার ৮৮৬ জন পুলিশ সদস্যের মধ্যে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৫ জন। অর্থাৎ, এক্ষেত্রে প্রতি হাজারে মৃতের হার ৩.০৮। গবেষণার জন্য পুলিশ বাহিনীকে বেছে নেওয়ার কারণ হলো, দায়িত্ব পালনের কারণে বরাবরই করোনায় আক্রান্ত হওয়ার উচ্চ ঝুঁকিতে থাকেন তারা।

বাংলাদেশ সময়: ২০:৪৭:৩৩   ৫২৬ বার পঠিত   #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

এক্সক্লুসিভ’র আরও খবর


এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস, পরে কথিত স্বামীকে কুপিয়ে হত্যা
সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে পদযাত্রা
রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হয়েছে বিশ্বের দীর্ঘতম সাবমেরিন!
টিকিট দুর্নীতির প্রতিবাদে রনি, সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা
ট্রাকচাপায় মেয়েসহ তারা তিনজন নিহত; রাস্তায় গর্ভস্থ শিশু ভুমিষ্ঠ
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার

আর্কাইভ