শুক্রবার, ২ জুলাই ২০২১

দক্ষিন এশিয়ায় ঢুকে যেতে পারে যুক্তরাষ্ট্র !

Home Page » জাতীয় » দক্ষিন এশিয়ায় ঢুকে যেতে পারে যুক্তরাষ্ট্র !
শুক্রবার, ২ জুলাই ২০২১



মাইক্যাল কুগেলম্যান

বঙ্গ-নিউজ:  চীন-ভারতের প্রতিযোগিতার দ্বন্দ্বে না চাইলেও জড়িয়ে যাচ্ছে বাংলাদেশ। শুধু বাংলাদেশ নয়, দক্ষিণ এশিয়ার আরও ৩টি দেশ নিয়ে ভারত-চীনের মধ্যকার দ্বন্দ্ব ক্রমশ বাড়ছে। দেশগুলো হলো- নেপাল, মালদ্বীপ, শ্রীলঙ্কা। এই দ্বন্দ্বের মধ্যে ঢুকে পড়তে চাইতে পারে যুক্তরাষ্ট্র, দক্ষিণ এশিয়ার উল্লিখিত চারটি দেশকে তারা চীন থেকে দূরে সরিয়ে রাখতে চায়।

যুক্তরাষ্ট্রের থিংক ট্যাংক উইলসন সেন্টারের দক্ষিণ এশিয়াবিষয়ক বিষেশজ্ঞ মাইকেল কুগেলম্যান এমন মন্তব্য করেছেন। গতকাল বৃহস্পতিবার (১ জুলাই) টুইটারে এ সংক্রান্ত একটি পোস্ট করেন কুগেলম্যান। সেখানে তিনি বলেন, দ্বিপক্ষীয় এই দ্বন্দ্বে ভারতের হয়ে তৃতীয় পক্ষ হিসেবে ঢুকে পড়তে যাচ্ছে যুক্তরাষ্ট্র। সাম্প্রতিক কিছু ঘটনা তার ইঙ্গিত বহন করছে।

টুইটারে কুগেলম্যান বলেন, একদিকে পাকিস্তানের সাথে প্রকাশ্য শত্রুতা অন্যদিকে চীনের সঙ্গে দ্বন্দ্ব- এই দুইয়ে মিলিয়ে কিছুটা চাপে আছে ভারত। সেই চাপ থেকে বেরিয়ে আসার লক্ষ্যে এবং চীন-পাকিস্তানকে মোকাবেলায় বাংলাদেশ, নেপাল, মালদ্বীপ, শ্রীলঙ্কার সাথে সম্পর্কোন্নয়ের চেষ্টা চালাচ্ছে ভারত। শিগগিরই এই চেষ্টায় সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে যুক্তরাষ্ট্র।

বাংলাদেশ সময়: ২০:৫১:২৫   ৪৫৪ বার পঠিত   #  #  #  #