মঙ্গলবার, ২৬ মার্চ ২০১৩

স্মৃতিসৌধে অস্থায়ী রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধাজ্ঞাপন

Home Page » এক্সক্লুসিভ » স্মৃতিসৌধে অস্থায়ী রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধাজ্ঞাপন
মঙ্গলবার, ২৬ মার্চ ২০১৩



26march-savar-bg20130325184617.jpgজাতীয় স্মৃতিসৌধ, সাভার থেকে: মঙ্গলবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ভোর ৬টায় অস্থায়ী রাষ্ট্রপতি আবদুল হামিদ অ্যাডভোকেট ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে শুরু হলো স্বাধীনতা দিবস উদযাপনের অনুষ্ঠানিকতা।এর আগে ভোরে ৩১ বার তোপধ্বনির করা হয়।

এরপর মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলামের নেতৃত্বে বীরশ্রেষ্ঠদের পরিবার ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা জাতীয় স্মৃতিসৌধে ফুল দেন।

পরে মুক্তিযোদ্ধা সংসদ, বাংলাদেশে অবস্থিত বিদেশি কূটনীতিক, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ সর্বস্তরের জনগণ ফুল দিয়ে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন।

সকালে স্মৃতিসৌধে ফুল দেবেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াও।

স্মৃতিসৌধ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শিশু কিশোর সমাবেশ ও কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে যাবেন।

এছাড়াও সকাল ১১টায় গণভবনে স্মারক ডাক টিকেট উন্মুক্ত করবেন প্রধানমন্ত্রী।

দিনটিতে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ভবন ও স্থাপনাগুলোতে আলোকসজ্জা করা হয়েছে, যেগুলো জ্বলেছে ২৫ মার্চের সন্ধ্যার পরপরই।

স্বাধীনতা দিবস উপলক্ষে আজ সরকারি ছুটি। দিবসটি উপলক্ষে অস্থায়ী রাষ্ট্রপতি আবদুল হামিদ অ্যাডভোকেট, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া পৃথক বাণীতে মুক্তিযোদ্ধাদের ত্যাগ ও বীরত্বগাথা শ্রদ্ধাভরে স্মরণ এবং শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন।

এছাড়াও দিবসটি উপলক্ষে রেডিও, টেলিভিশন, ইলেকট্রনিক মিডিয়া ও সংবাদপত্রে বিশেষ নিবন্ধ ও অনুষ্ঠানমালা প্রচার করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭:৪৩:৩৪   ৫৩০ বার পঠিত