
বুধবার, ৩০ জুন ২০২১
২০২১-২২ অর্থ বছরের বাজেট পাস হলো
Home Page » জাতীয় » ২০২১-২২ অর্থ বছরের বাজেট পাস হলোবঙ্গ-নিউজ: দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট জাতীয় সংসদে পাস হয়েছে। আজ বুধবার (৩০ জুন) জাতীয় সংসদে কণ্ঠভোটে নতুন অর্থবছরের এ বাজেট পাস হয়। নতুন অর্থবছরের জন্য পাস হওয়া বাজেটের আকার ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা।
আগামীকাল ১ জুলাই থেকে শুরু হতে যাওয়া নতুন অর্থবছরে এই বাজেট কার্যকর হবে। তবে তার আগে এ বাজেটে অনুমোদন দিবেন রাষ্ট্রপতি। অনুমোদনের পর ২০২১-২২ অর্থবছরের প্রথম দিন ১ জুলাই থেকে কার্যকর হবে এ বাজেট।
এর আগে গত ৩ জুন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জাতীয় সংসদে বাজেট পেশ করেন। অর্থমন্ত্রীর বাজেট পেশের পর সংসদ সদস্যরা পুরো অধিবেশন জুড়ে এর ওপর আলোচনা করেন। সম্পূরক বাজেটসহ বাজেটের ওপর ৬ দিনে ১৫ ঘণ্টার মতো আলোচনা হয়।
প্রসঙ্গত, ‘জীবন-জীবিকায় প্রাধান্য, সুদৃঢ় আগামীর পথে বাংলাদেশ’ শীর্ষক এবারের বাজেটে মোট রাজস্ব আয় ধরা হয়েছে ৩ লাখ ৮৯ হাজার কোটি টাকা। এর মধ্যে রাজস্ব আয় ধরা হয়েছে ৩ লাখ ৩০ হাজার কোটি টাকা। অন্যদিকে, এনবিআর বহির্ভূত সূত্র থেকে কর রাজস্ব ১৬ হাজার কোটি টাকা এবং কর বহির্ভূত খাত থেকে রাজস্ব আয় ধরা হয়েছে ৪৩ হাজার কোটি টাকা।
বাংলাদেশ সময়: ২০:৫৭:১৯ ৮৬৯ বার পঠিত #অর্থবছর #বাজেট #সংসদ #২০২১-২২