বুধবার, ৩০ জুন ২০২১

চীন মহাকাশে আরেক ধাপ এগিয়ে গেল !!

Home Page » বিজ্ঞান-প্রযুক্তি » চীন মহাকাশে আরেক ধাপ এগিয়ে গেল !!
বুধবার, ৩০ জুন ২০২১



ফাইল ছবি

বঙ্গনিউজঃ সফলভাবে মহাকাশে তিন নভোচারীকে পাঠাতে সক্ষম হয়েছে চীন। লং মার্চ-২এফ নামের রকেটে করে আজ বৃহস্পতিবার সকালে শেনজু-১২ নামের এই মহাকাশযানটি যাত্রা শুরু করে। এর মাধ্যমে মহাকাশ গবেষণায় আরেক ধাপ এগিয়ে গেল বেইজিং।সফলভাবে মহাকাশে তিন নভোচারীকে পাঠাতে সক্ষম হয়েছে চীনচীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি বলছে, এদিন চীনের গবি মরুভূমির জিউকুয়ান স্যাটেলাইট লাউঞ্জ সেন্টার থেকে তিন নভোচারী নিয়ে রকেটটি যাত্রা শুরু করে। এই মিশনের মাধ্যমে ক্রুদের যে কোর মডিউলের গ্রহে পাঠানো হলো, তাকে ‘টাইয়ানগং’ বা ‘স্বর্গীয় স্থান’ বলে অভিহিত করছে চীনা কর্তৃপক্ষ। তবে মহাকাশের নিম্ন অক্ষের এই গ্রহটি এখনো সেভাবে চিহ্নিত নয় বলে মনে করা হয়।খবরে বলা হয়েছে, যাত্রা শুরুর সাড়ে ৬ ঘণ্টার মধ্যে কোর মডিউলে পৌঁছাতে সক্ষম হবে মহাকাশযানটি। ক্রুরা ৩ মাস অবস্থান করে সেখানকার জীবনযাপন এবং ব্যবস্থাপনা সম্পর্কে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও গবেষণা করবেন।সফলভাবে মহাকাশে তিন নভোচারীকে পাঠাতে সক্ষম হয়েছে চীনচীনা গণমাধ্যমগুলো বলছে, শেনজু-১২ প্রথম ক্রু বহনকারী মিশন। এ ছাড়া মহাকাশ মহাকাশ চীনের যে ১১টি টিম কাজ করছে, তার মধ্যে এটি তৃতীয় মিশন যা কোনো গ্রহের লক্ষ্যে যাত্রা করলো। অপরদিকে, গত ৫ বছরের মধ্যে এটি চীনের প্রথম মনুষ্যবাহী মিশন।

বাংলাদেশ সময়: ১১:৫৬:৪২   ৯৭৬ বার পঠিত   #  #  #  #  #  #  #