মঙ্গলবার, ২৯ জুন ২০২১
ভূমধ্যসাগরে বিপদজনক ভাবে ভাসমান ২৬৪ বাংলাদেশিকে উদ্ধার !!
Home Page » এক্সক্লুসিভ » ভূমধ্যসাগরে বিপদজনক ভাবে ভাসমান ২৬৪ বাংলাদেশিকে উদ্ধার !!বঙ্গনিউজঃভূমধ্যসাগরে, বিপদজনক ভাবে ভাসমান অবস্থায়, ২৬৪ বাংলাদেশিকে উদ্ধার করেছে তিউনিসিয়ার কোষ্টগার্ড।জানা গিয়েছে, তিউনিশিয়ার উপকূল থেকে বৃহস্পতিবার(২৪ জুন), ভাসমান অবস্থায়, অভিবাসন প্রত্যাশী এসব বাংলাদেশীদের উদ্ধার করা হয়। এ খবর নিশ্চিত করেছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।এদিকে, তিউনিসিয়ার কোস্টগার্ড সদস্যদের তথ্য মতে, কমপোক্ষে ২৬৪ জন বাংলাদেশি এবং তিন মিসরীয় নাগরিক, অর্থাৎ মোট ২৬৭ জন অভিবাসন প্রত্যাশীরা, অবৈধভাবে লিবিয়া থেকে একটি ইঞ্জিন চালিত বোট -এ, ইউরোপ যেতে চাচ্ছিলেন। কিন্তু, তাদের এই নৌকাটি বিপদজনক ভাবে সমুদ্রের ঠিক মাঝখানে, বিকল হয়ে যায়।এরপর, বিপদজনক অবস্থা থেকে এসব অভিবাসন প্রত্যাশীদের উদ্ধার কোরে তিউনিসিয়ার দক্ষিণাঞ্চলে অবস্থিত, বেন গুয়েরদেন বন্দরে পৌঁছাতে সহায়তা করে দেশটির নৌবাহিনী।জানা গ্যাছে তিউনিসিয়ার জারবা দ্বীপের একটি হোটেলের মধ্যে, এসব অভিবাসন প্রত্যাশীদের, কোয়ারেন্টাইনে রাখা হয়। এরপর তাদের সবাইকে আইওএম এবং রেড ক্রিসেন্টের হাতে তুলে দেয়া হয়।
বাংলাদেশ সময়: ১১:৫২:০৩ ৫৭২ বার পঠিত