শুক্রবার, ২৫ জুন ২০২১

মধ্যনগরে করোনা প্রতিরোধে মাইকিং

Home Page » সারাদেশ » মধ্যনগরে করোনা প্রতিরোধে মাইকিং
শুক্রবার, ২৫ জুন ২০২১



মধ্যনগরে করোনা প্রতিরোধে মাইকিংস্টাফ করেসপন্ডেন্ট, বঙ্গ-নিউজঃসুনামগঞ্জ জেলার মধ্যনগর থানার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রবীর বিজয় তালুকদারের উদ্যোগে করোনা ভাইরাস  প্রতিরোধে মাইকিংয়ের মাধ্যমে প্রচারণা চালানো হয়েছে।

শুক্রবার বিকেলে মধ্যনগর বাজারে মাইকিংয়ের মাধ্যমে প্রচারণা চালানো হয়েছে। প্রবীর বিজয় তালুকদার বলেন, বর্তমানে আমাদের দেশে যে হারে দিনকে দিন করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে চলছে এবং সময় মতো আমরা যদি স্বাস্থ্য সচেতন না হই। তাহলে আমাদের আক্রান্তের ঝুঁকি একেবারে বেশী। মধ্যনগর যেহেতু একটি সীমান্তবর্তী অঞ্চলের কাছাকাছি তাই আমরা মানুষকে স্বাস্থ্যবিধি মেনে ও মাস্ক পরিধান করে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে মাইকিংয়ের ব্যবস্থা করেছি।

বাংলাদেশ সময়: ১৯:৩৭:২০   ৫১১ বার পঠিত   #  #