শুক্রবার, ১৬ আগস্ট ২০১৩

যৌন চিন্তায় ছেলেদের চেয়ে মেয়েরা পিছিয়ে

Home Page » বিনোদন » যৌন চিন্তায় ছেলেদের চেয়ে মেয়েরা পিছিয়ে
শুক্রবার, ১৬ আগস্ট ২০১৩



poloy_1322156992_1-1322155916_untitled-123.jpgবঙ্গ-নিউজ ডটকম:ছেলেরা টেক্কা দিল মেয়েদের। সম্প্রতি একটি সমীক্ষায় উঠে এসেছে দিনে অন্তত ৩৪বার ছেলেরা যৌন বিষয় নিয়ে ভাবনা চিন্তা করে। সেখানে মেয়েরা দিনে গড়ে মোটামুটি ১৮বার একই বিষয় নিয়ে ভাবে। অর্থাত মেয়েদের তুলনায় ছেলেদের যৌন চিন্তার প্রবণতা প্রায় দ্বিগুন। এল জেমসের ইরোটিক উপন্যাস “ফিফটি শেডস অফ গ্রে“ প্রকাশিত হওয়ার পর এই গবেষণা শুরু করা হয়। ওহিও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের উপর এই সমীক্ষা চালানো হয়েছিল। ছাত্র-ছাত্রীদের প্রতিবার খাওয়ার, শোওয়ার আর যৌন ইচ্ছার সময় লিখতে বলা হয়েছে। তবে এই সমীক্ষা অনুযায়ী আগে যতখানি ভাবা হত মেয়েরা তার থেকে অনেক ব্বশি সময় যৌন চিন্তায় ব্যয় করে। গড়ে ১৮.৬ বার যৌনতা বিষয়ক ভাবনা চিন্তা করে মেয়েরা। আট ঘণ্টা ঘুম বাদ দিলে দিনে প্রতি ৫১মিনিটে একবার যৌন ভাবনা আসে মেয়েদের মনে। অন্যদিকে একই ভাবে ঘুমের সময়টুকু বাদ দিলে দিনে ২৮মিনিটে একবার যৌনতা বিষয়ে চিন্তা করে ছেলেরা। সমীক্ষার সময় মনোবিদরা ওহিও বিশ্ববিদ্যালয়ের ১৮-২৫ বছর বয়সী ২৮৩জন ছাত্র-ছাত্রীদের ব্যবহারের পর্যবেক্ষণ করেছেন।

বাংলাদেশ সময়: ১৭:০৭:০৮   ৩৬৮ বার পঠিত