বুধবার, ২৩ জুন ২০২১

মধ্যনগরে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

Home Page » সারাদেশ » মধ্যনগরে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার
বুধবার, ২৩ জুন ২০২১



---স্টাফ করেসপন্ডেন্ট, বঙ্গ-নিউজঃসুনামগঞ্জ জেলার মধ্যনগর থানা পুলিশ আলাদা দুটি  যৌতুকের  মামলায় দুই জনকে গ্রেফতার করেছে।গতকাল (২২জুন) মধ্যনগর থানা পুলিশ  আলাদা দুটি  যৌতুকের মামলায় দীর্ঘদিনের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মধ্যনগর ইউনিয়নের মাছিমপুর গ্রামের মৃত পরেশ চন্দ্র তালুকদারের ছেলে বাবুল কিশোর তালুকদার কে গাজিপুর জেলার কালিয়াকৈর  থেকে এবং বংশীকুন্ডা (দঃ) ইউনিয়নের  দাতিয়াপাড়া গ্রামের মৃত আব্দুল্লাহর ছেলে নাসির মিয়া কে যৌতুকের মামলায় গাজীপুরের গাছা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।মধ্যনগর থানার ওসি নির্মল চন্দ্র দেব বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেফতারের পর আলাদা মামলার আসামী বাবুল কিশোর তালুকদার ও নাসির মিয়া কে আদালতে সোর্পদ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩:৩৪:০৮   ৯৯৩ বার পঠিত   #  #