মঙ্গলবার, ২২ জুন ২০২১
ইউপিএলের প্রতিষ্ঠাতা মহিউদ্দিন আহমেদ ইন্তেকাল করেছেন
Home Page » জাতীয় » ইউপিএলের প্রতিষ্ঠাতা মহিউদ্দিন আহমেদ ইন্তেকাল করেছেনবঙ্গনিউজঃ দেশের প্রবীণ প্রকাশক দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের (ইউপিএল) প্রতিষ্ঠাতা মহিউদ্দিন আহমেদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)।সোমবার রাত পৌনে ১টার দিকে তিনি মারা যান।বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ফরিদ আহমেদ বঙ্গনিউজকে জানান, সোমবার রাত পৌনে ১টার দিকে রাজধানীর নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।৭৭ বছর বয়সী ‘ইমেরিটাস প্রকাশক’ মহিউদ্দিন আহমেদ দীর্ঘ দিন ধরে মস্তিস্কের রোগ পারকিনসন’স এ ভুগছিলেন।ফরিদ আহমেদ বলেন, ‘তিনি দীর্ঘ দিন ধরেই অসুস্থ। বাসাতেই থাকতেন। কয়েক দিন আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন। তবে তা থেকে সেরেও উঠেন। কাল রাতে তিনি আমাদের ছেড়ে চলে গেলেন।’তিনি জানান, ‘মঙ্গলবাদ বাদ জোহর গুলশানের আজাদ মসজিদে মহিউদ্দিন আহমেদের জানাজা অনুষ্ঠিত হবে। পরে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।’মহিউদ্দিন আহমেদের জন্ম ১৯৪৪ সালে। তার পেশাজীবন শুরু হয় সাংবাদিকতার মাধ্যমে। পরে লাহোরের পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিষয়ে অধ্যাপনা করেন। অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসের পাকিস্তান শাখায় সম্পাদকও ছিলেন তিনি।মহিউদ্দিন আহমেদ দেশে ও বিদেশে পুস্তক প্রকাশনা বিষয়ে নিয়মিত লেখালেখি করতেন। পুস্তক প্রকাশনায় বিশেষ অবদানের জন্য ১৯৯১ সালে জাতীয় গ্রন্থকেন্দ্র তাকে স্বর্ণপদক দেয়।
বাংলাদেশ সময়: ১১:৪৯:৪৮ ৭৩০ বার পঠিত # #ইউপিএল #করোনা #মহামারী #মহিউদ্দিন আহমেদ #সম্পাদক #সাংবাদিক