সোমবার, ২১ জুন ২০২১

মাশরাফি পদ পেলেন এবার জেলা আওয়ামী লীগে

Home Page » জাতীয় » মাশরাফি পদ পেলেন এবার জেলা আওয়ামী লীগে
সোমবার, ২১ জুন ২০২১



মাশরাফি বিন মর্তুজা

বঙ্গনিউজঃ নড়াইল জেলা আওয়ামী লীগে পদ পেয়েছেন মাশরাফি বিন মর্তুজা। রোববার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নড়াইল জেলা আওয়ামী লীগের ৭৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেন। এই কমিটিতে ৪ নম্বর সদস্য হয়েছেন ক্রিকেটার ও নড়াইল-২ আসনের সাংসদ মাশরাফি।কমিটির ১ নম্বর সদস্য হয়েছেন জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মোল্লা এমদাদুল হক, ২ নম্বর সদস্য হয়েছেন জেলা পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন বিশ্বাস এবং ৩ নম্বর সদস্য হয়েছেন নড়াইল-১ আসনের সাংসদ বি এম কবিরুল হক। নতুন এই কমিটিতে উপদেষ্টা পরিষদ সদস্য হয়েছেন মাশরাফির বাবা গোলাম মুর্তজা।এর আগে আওয়ামী লীগের কেন্দ্রীয় বন ও পরিবেশবিষয়ক উপকমিটির সদস্য হন মাশরাফি। গত ৩১ ডিসেম্বর ওই উপকমিটি অনুমোদন হয়। আওয়ামী লীগে সেটি ছিল মাশরাফির প্রথম পদ প্রাপ্তি।

বাংলাদেশ সময়: ১৫:৪৩:৪৮   ৫১১ বার পঠিত   #  #  #  #  #