সোমবার, ২১ জুন ২০২১
বাংলাদেশে কমেছে বিদেশি বিনিয়োগ ১১ শতাংশ
Home Page » অর্থ ও বানিজ্য » বাংলাদেশে কমেছে বিদেশি বিনিয়োগ ১১ শতাংশবঙ্গনিউজঃ অতিমারি করোনার কারণে বিশ্বে সরাসরি বিদেশি বিনিয়োগে (এফডিআই) বিপর্যয় হয়েছে। ২০২০ সালে এফডিআই কমেছে আগের বছরের চেয়ে ৩৫ শতাংশ। আর বাংলাদেশে কমেছে প্রায় ১১ শতাংশ। জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সংস্থা আঙ্কটাডের সর্বশেষ বিশ্ব বিনিয়োগ রিপোর্টে এ পরিসংখ্যান রয়েছে। রিপোর্টটি সোমবার বিশ্বব্যাপী প্রকাশিত হয়েছে।আঙ্কটাডের তথ্য অনুযায়ী, বাংলাদেশে গত বছর বিনিয়োগ এসেছে ২৫৬ কোটি ৪০ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ২১ হাজার ৮০০ কোটি টাকা। এর আগের বছর ২০১৯ সালে এফডিআই এসেছিল ২৮৭ কোটি ৪০ লাখ ডলার বা বর্তমান বিনিময় হার অনুযায়ী ২৪ হাজার ৪৩০ কোটি টাকা। বাংলাদেশে ২০২০ সাল শেষে মোট বিদেশি বিনিয়োগের স্থিতি ১ হাজার ৯৩৯ কোটি ডলার। যা এর আগের বছর শেষে ছিল ১ হাজার ৭৭৮ কোটি ডলার।আঙ্কটাডের প্রতিবেদন অনুযায়ী সারাবিশ্বের দেশগুলো ২০২০ সালে এফডিআই পেয়েছে ১ লাখ কোটি ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৮৫ লাখ কোটি টাকা। ২০১৯ সালে বিশ্বে এফডিআই ছিল দেড় লাখ কোটি ডলার। গত বছর দক্ষিন এশিয়ায় শুধু ভারত ছাড়া সব দেশের এফডিআই কমেছে। অন্যদিকে চীন ও হংকংয়ের কারণে সার্বিকভাবে এশিয়াতে বিনিয়োগ আগের বছরের চেয়ে ৪ শতাংশ বেড়েছে।
বাংলাদেশ সময়: ১৫:৩৩:৫০ ৫৭৩ বার পঠিত # #অর্থনীতি #এফডিআই #এশিয়া #জাতিসংঘ #বাণিজ্য #মুদ্রা