শুক্রবার, ১৮ জুন ২০২১

আবু ত্ব-হা মোহাম্মদ আদনান এখন পুলিশ হেফাজতে

Home Page » জাতীয় » আবু ত্ব-হা মোহাম্মদ আদনান এখন পুলিশ হেফাজতে
শুক্রবার, ১৮ জুন ২০২১



আবু ত্ব-হা মোহাম্মদ আদনান

বঙ্গ-নিউজ: উদ্বেগ-উৎকণ্ঠার অবসান ঘটিয়ে আজ দুপুর ১টার দিকে ফিরে এসেছেন আলোচিত ইসলামি বক্তা আবু ত্ব-হা মোহাম্মদ আদনান। রংপুর ডিবি কার্যালয়ে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সেই জিজ্ঞাসাবাদের আলোকে পরে সংবাদ সম্মেলনে পুলিশ জানিয়েছে, ‘ব্যক্তিগত কারণে’ আত্মগোপনে ছিলেন আবু ত্ব-হা মোহাম্মদ আদনান।

রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আবু মারুফ হোসেন বলেন, এতদিন গাইবান্ধায় শিহাব নামের এক বন্ধুর বাড়িতে ছিলেন আবু ত্ব-হা। ব্যক্তিগত কারণে তিন সঙ্গীসহ আত্মগোপনে ছিলেন তিনি। তবে ব্যক্তিগত কারণটি কী- তা এখনই জানানো যাচ্ছে না। আরও বিস্তারিত জিজ্ঞাসাবাদের পর জানা যাবে।

নিখোঁজের ৮ দিনের মাথায় আজ শুক্রবার দুপুর ১টার কিছুক্ষণ আগে রংপুর মহানগরীর মাস্টার পাড়া এলাকার একটি সরু গলি দিয়ে হাঁটছিলেন আবু ত্ব-হা মোহাম্মদ আদনান। খোকন নামে স্থানীয় এক ব্যক্তি তাকে চিনে ফেলেন। কাছে গিয়ে প্রশ্ন করতেই আবু ত্ব-হা মুখে আঙুল দিয়ে চুপ থাকতে ইশারা করেন। কোথায় ছিলেন আপনি, কোথা থেকে আসলেন- এসব কোনো প্রশ্নের উত্তর দেননি।

পাশেই ছিল আবু ত্ব-হার শ্বশুর বাড়ি। হাঁটতে হাঁটতে তিনি সেখানে গিয়ে ওঠেন। তবে কয়েক মিনিটের মাথায় পুলিশ এসে তাকে জিজ্ঞাসাদের জন্য নিয়ে গেছে।

আবু ত্ব-হা মোহাম্মদ আদনান

আলোচিত ধর্মীয় বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনান আপাতত পুলিশ হেফাজতেই থাকবেন বলে জানা গেছে। রংপুর মহানগর পুলিশের উপ-কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন এ তথ্য জানিয়েছেন। এর আগে আজ শুক্রবার দুপুরে নিখোঁজের এক সপ্তাহের বেশি সময় পর উদ্ধার হন আবু ত্ব-হা ও তার তিন সফরসঙ্গী।

শুক্রবার বিকেলে রংপুর মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে এক ব্রিফিংয়ে পুলিশ কর্মকর্তা আবু মারুফ হোসেন বলেন, গাইবান্ধার ত্রিমোহনী এলাকায় বন্ধু শিহাবের বাসায় ‘ব্যক্তিগত কারণে’ আত্মগোপনে ছিলেন আদনান ও তার সঙ্গীরা। আপাতত আবু ত্ব-হা আদনান পুলিশ হেফাজতেই থাকবেন বলেও জানান তিনি।

ডিবি রংপুরের সংবাদ সম্মেলন

এর আগে এদিন বিকেল সাড়ে ৩টার দিকে রংপুর ডিবি কার্যালয়ে নেওয়া হয় আবু ত্ব-হাকে। ওই সময় তিনি তার শ্বশুরবাড়ি অবস্থান করছিলেন। তার আগে আদনান উদ্ধার হওয়ার বিষয়টি নিশ্চিত করেন রংপুর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশীদ।

উল্লেখ্য, গত ৮ জুন রংপুর থেকে ঢাকায় ফেরার পথে নিখোঁজ হন আদনান ত্ব-হা। ওই সময়ে তার সঙ্গে ছিলেন তার দুই সফরসঙ্গী এবং গাড়ির চালক। আদনানের সঙ্গে তারাও নিখোঁজ হন। ছেলের নিখোঁজের বিষয়ে ঘটনার পর দিন রংপুরে একটি জিডি করেন আদনানের মা।

বাংলাদেশ সময়: ২০:৩৯:০৪   ৫৯৪ বার পঠিত   #  #  #  #  #  #