বুধবার, ১৬ জুন ২০২১

আগামী ১৫ জুলাই পর্যন্ত চলমান থাকবে বিধিনিষেধ

Home Page » জাতীয় » আগামী ১৫ জুলাই পর্যন্ত চলমান থাকবে বিধিনিষেধ
বুধবার, ১৬ জুন ২০২১



প্রতীকি ছবি

বঙ্গ-নিউজ: করোনার সংক্রমণ ও মৃত্যু বেড়েই চলেছে। কিছুতেই নিয়ন্ত্রণ হচ্ছে না। আজও করোনায় মৃত্যুর সংখ্যা ৬০ জন। এই সংক্রমণ বেড়েছে ঢাকা ও চট্টগ্রামের বাইরে।এই  সংক্রমণ প্রতিরোধের অংশ হিসেবে আরোপিত বিধিনিষেধের মেয়াদ আরো এক দফা বাড়ানো হয়েছে। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৫ জুলাই পর্যন্ত বহাল থাকবে চলমান বিধিনিষেধ। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আজ বুধবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রসঙ্গত, দেশে করোনার দ্বিতীয় ঢেউ উদ্বেগজনকভাবে শুরু হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রথম গত ৫ থেকে ১১ এপ্রিল পর্যন্ত বিধিনিষেধ আরোপ করা হয়। কিন্তু এতে কোনো অগ্রগতি না হওয়া এবং মানুষের উদাসীনতা লক্ষ করা যায়।

পরবর্তীতে গত ১৪ এপ্রিল থেকে দুই সপ্তাহের জন্য কঠোর বিধিনিষেধ তথা সর্বাত্মক লকডাউন শুরু হয়। এর পর ধাপে ধাপে বিধিনিষেধ বাড়ানো হয়েছে। তবে শর্ত আরোপ করে গণপরিবহন, আন্তঃজেলা বাস, মার্কেট, দোকান-পাট, হোটেল-রেস্তোরাঁ চালুর অনুমতি দেওয়া হয়।

এই অবস্থায় সর্বশেষ বিধিনিষেধের মেয়াদ বাড়ানো হয় গত ৬ জুন। যা আজ আজ (১৬ জুন) শেষ হচ্ছে। তার আগেই বিধিনিষেধের মেয়াদ বাড়িয়ে ১৫ জুলাই পর্যন্ত করা হলো।

বাংলাদেশ সময়: ২০:৪৬:১৮   ৮৯২ বার পঠিত   #  #  #  #