শুক্রবার, ১৬ আগস্ট ২০১৩

মেসি বিহীন আর্জেন্টিনার জয়, আত্মঘাতী গোলে ব্রাজিলের হার

Home Page » খেলা » মেসি বিহীন আর্জেন্টিনার জয়, আত্মঘাতী গোলে ব্রাজিলের হার
শুক্রবার, ১৬ আগস্ট ২০১৩



h200.jpgবঙ্গ-নিউজ ডটকম:আর্জেন্টিনা (২): ইটালি (১)। সুইজারল্যান্ড (১): ব্রাজিল (০), ইংল্যান্ড (৩) স্কটল্যান্ড (২)। স্পেন (২) ইকুয়েডর (০) বুধবার রাতে প্রদর্শনী ম্যাচে বিশ্ব ফুটবলের অন্যতম সেরা দুই শক্তির হাল দু রকম হল। মেসির অভাবে ঢেকে দারুণ জয় পেল আর্জেন্টিনা। আর টানা ১১ ম্যাচ জয়ের পর ব্রাজিল হারল আত্মঘাতী গোলে। রোমায় প্রদর্শনী ম্যাচে আর্জেন্টিনা ২-১ গোলে হারাল আয়োজক ইটালিকে। চার বারের বিশ্বচ্যাম্পিয়ন ইটালির বিরুদ্ধে আরও বড় ব্যবধানে জয় আসতে পারত যদি না আর্জেন্টিনার স্ট্রাইকাররা গোলের সহজ সুযোগ নষ্ট করতেন। ম্যাচের ৫০ মিনিটের মধ্যে আলেকজান্দ্রো সাবেলার দল এগিয়ে গিয়েছিল দু গোলে। ম্যাচের ২১ মিনিটে গঞ্জালো হিগুয়েনের গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। ৪৯ মিনিটে ব্যবধান বাড়ান ভ্যালেন্সিয়ায় খেলা মিডফিল্ডার এভার বানেগা। আর্জেন্টিনার একচেটিয়া প্রাধান্য থাকা ম্যাচের ৭৫ মিনিটে ইটালির লরেঞ্জো ইনসাজেনির গোলের পরও হিগুয়েনদের বিপদে পড়তে হয়নি। অন্যদিকে, বাসিলে ব্রাজিলের হারটা এল ড্যানিয়েল আলেভেসের আত্মঘাতী গোলে। ম্যাচের ৪৯ মিনিটে আলেভেসের আত্মঘাতী গোলটা সুইজারল্যান্ডে দারুণ একটা জয় এনে দিল। ১৯৮৮ সালের পর ফুটবলের দেশের বিরুদ্ধে রজার ফেডেরারের দেশের এটাই প্রথম হার। কনফেডারেশন কাপে চ্যাম্পিয়ন ব্রাজিল দলের প্রথম একাদসের ৯ জনকে নামিয়েছিলেন স্কোলারি। কিন্তু ব্রাজিল দলকে দেখে মনেই হয়নি, মাত্র ক মাস আগেই এই দলটা গোটা বিশ্বের ঘুম ভাঙিয়ে চমকে দিয়েছিল। বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ২-০ গোলে হারাল ইকুয়েডরকে। গ্রেট ব্রিটেন দ্বৈরথে ইংল্যান্ড ৩-২ গোলে হারাল স্কটল্যান্ডকে।

বাংলাদেশ সময়: ১৫:০৫:৩৪   ৩৮১ বার পঠিত