বৃহস্পতিবার, ৩ জুন ২০২১
কবি ইমাম শিকদারের কবিতা ‘তুমি লাল টুকটুকে’
Home Page » সাহিত্য » কবি ইমাম শিকদারের কবিতা ‘তুমি লাল টুকটুকে’
ওগো তুমি লাল টুকটুকে
পায়ে তোমার আলতা মাখা
লাল শাড়ি পরে,
কানটি চেপে ধরে আছ
ঘাপটি মেরে সাকোর উপরে।
ওগো তুমি লাল টুকটুকে
লম্বা লম্বা কেশব ছেড়ে
চোখে তুমি কাজল মেখে
ঠোঁটে লাল লিপস্টিক দিয়ে
ঘুরছ তুমি পাড়া মহল্লা
হৈ হিল্লোল আর দুষ্টমিতে ।
ওগো তুমি লাল টুকটুকে
হাতে তোমার বালা কিসের
ভাবনায় থাকি দিন শেষে
চমকে দিয়েছ চোখ দুটিকে
না জানি পটকেছ কোন
যুবককে ।
ওগো তুমি লাল টুকটুকে
সকাল দুপুর সাজ নিতে
আনন্দ আর দুষ্টামি-তে
খাচ্ছ বকা মায়ের থেকে
করেছো লোক চুরি আমার কাছে ।
বাংলাদেশ সময়: ১৬:৩০:৪৬ ৭৮৫ বার পঠিত #আধুনিক কবিতা #ইমাম শিকদারের কবিতা #প্রেমের কবিতা #বাংলা কবিতা #লম্বা কেশ #লালশাড়ি