বৃহস্পতিবার, ১৫ আগস্ট ২০১৩

শ্রদ্ধা ও ভালোবাসায় বঙ্গবন্ধুকে স্মরণ করছে পুরো জাতি

Home Page » জাতীয় » শ্রদ্ধা ও ভালোবাসায় বঙ্গবন্ধুকে স্মরণ করছে পুরো জাতি
বৃহস্পতিবার, ১৫ আগস্ট ২০১৩



 2011-08-14-1313346002-d41d8cd98f00b204e9800998ecf8427e691e09ca8f7de8df0054b056a2c731f73e.jpgবঙ্গ-নিউজ ডটকম:স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে ফুলেল শ্রদ্ধা ও ভালবাসায় স্মরণ করছে পুরো জাতি।

ভোরের আলো ফোটার আগ থেকেই ধানমন্ডি ৩২ নম্বর রোডের বঙ্গবন্ধু ভবনের সামনে ভিড় জমে জনতার। তাঁর ৩৮তম শাহদাৎবার্ষিকীতে প্রিয় নেতাকে শ্রদ্ধা জানাতে সেখানে ভিড় জমায় সর্বস্তরের মানুষ।

ভোর সাড়ে ৬টায় সর্বপ্রথম বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে আসেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিন বাহিনীর প্রধান ও মন্ত্রী পরিষদের সদস্যরা তাদের সঙ্গে ছিলেন।

এরপর আওয়ামী লীগের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। এ সময় দলের কেন্দ্রীয় নেতারা তার সঙ্গে ছিলেন। এরপর ঢাকা মহানগর আওয়ামী লীগ, আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।

এছাড়া মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগ, বাংলা একাডেমী, স্বাধীনতা চিকিৎস পরিষদসহ (স্বাচিপ) বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের জনতা শ্রদ্ধা নিবেদন করে।

এর আগে বঙ্গবন্ধু ভবন ও দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে দেশের সব কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয় এবং কালো পতাকা উত্তোলন করা হয়।

এদিকে দিবসটি উপলক্ষ্যে দিনব্যাপি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি হাতে নিয়েছে। মসজিদ, মন্দিরসহ উপাসনালয়গুলোতে করা হবে প্রার্থনা।

বাংলাদেশ সময়: ১৫:৫৩:১৫   ৪৪০ বার পঠিত