বুধবার, ১৪ আগস্ট ২০১৩

কি আছে সাকার ভাগ্যে,ফাসি না যাবজ্জীবন

Home Page » এক্সক্লুসিভ » কি আছে সাকার ভাগ্যে,ফাসি না যাবজ্জীবন
বুধবার, ১৪ আগস্ট ২০১৩



saka-bg20130318045047.jpgবঙ্গ-নিউজ ডটকম: মুক্তিযুদ্ধকালীনন মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের(সাকা) চৌধুরীর বিষয়ে যে কোনদিন রায় ঘোষণা করবেন ট্রাইব্যুনাল। উভয়পক্ষের যুক্তিতর্ক শেষে আজ বিচারপতি এটিএম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ রায়ের জন্য অপেক্ষমান রাখেন(সিভিএ)।

গত ২৮ জুলাই  থেকে যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়। ৩১ জুলাই পর্যন্ত রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন করেন রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর সুলতান মাহমুদ সীমন ও ড. তুরিন আফরোজ। সাকা চৌধুরীর পক্ষে ১ জুলাই থেকে যুক্তি উপস্থাপন শুরু এবং শেষ হয় আজ বুধবার। তার পক্ষে উপস্থাপন করেন অ্যাডভোকেট এএইচএম আহসানুল হক হেনা ও অ্যাডভোকেট একেএম ফখরুল ইসলাম।

গাড়ি ভাংচুর ও পোড়ানোর মামলায় ২০১০ সালের ১৬ ডিসেম্বর বিজয় দিবসের ভোরে তাকে গ্রেপ্তার করা হয়। পরে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফপ্তার দেখানো হয় তাকে। ২০১২ সালের ৪ এপ্রিল অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল। এরআগে তার বিরদ্ধে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়। প্রসিকিউশন তার বিরুদ্ধে ৫৫ পৃষ্ঠার আনুষ্ঠানিক অভিযোগের সঙ্গে ১ হাজার ২৭৫ পৃষ্ঠার আনুসঙ্গিক নথিপত্র ও ১৮টি সিডি ট্রাইব্যুনালে দাখিল করে। তার বিররুদ্ধ মুক্তিযুদ্ধকালীন চট্টগ্রামের বিভিন্ন এলাকায় হত্যা, গণহত্যা, লুঠন, অগ্নিসংযোগ, ধর্ষণসহ মানবতাবিরোধী অপরাধে ২৩টি ঘটনায় জড়িত থাকার সাক্ষ্য, তথ্য প্রমাণসহ সুনিদিষ্ট অভিযোগ আনা হয়েছে। উভয়পক্ষের সাক্ষ্যগ্রহণ শেষ হয় ২৪ জলাই।

বাংলাদেশ সময়: ২২:০৯:২৪   ৪৭৭ বার পঠিত