
রবিবার, ৩০ মে ২০২১
ব্যাংক লেনদেনের সময় আবারও পরিবর্তিত
Home Page » অর্থ ও বানিজ্য » ব্যাংক লেনদেনের সময় আবারও পরিবর্তিতস্বপন চক্রবর্তী,বঙ্গ-নিউজ: করোনাভাইরাসের সংক্রমণ রোধে আরও এক দফা বাড়ানো হলো চলমান লকডাউনের সময়সীমা। আজ জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, বিধিনিষেধ চলবে ৬ জুন পর্যন্ত। এ সময় আগের মতোই ব্যাংক খোলা থাকবে, তবে লেনদেনের সময় বাড়বে ৩০ মিনিট। অর্থাৎ, আড়াইটার পরিবর্তে ৩টা পর্যন্ত লেনদেন চলবে।
আজ ব্যাংক লেনদেনের নতুন এই সময়সীমা জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অফ-সাইট সুপারভিশন। জারি করা এ সংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে, লেনদেন হবে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। এরপর আনুষঙ্গিক কার্যক্রম সম্পন্ন করার জন্য ব্যাংক খোলা রাখা যাবে সাড়ে ৪টা পর্যন্ত। লকডাউন জারি করার শুরু থেকেই দেশে ‘সীমিত আকারে’ চলছে ব্যাংকিং কার্যক্রম।
আজ নতুন করে জারি করা নির্দেশনায় বলা হয়েছে, লেনদেনের সময় আঘা ঘণ্টা বাড়ানো হলেও বাংলাদেশ ব্যাংকের গত ১৩ এপ্রিল জারি করা প্রজ্ঞাপনে প্রদত্ত অন্যান্য নির্দেশনাবলি অপরিবর্তিত থাকবে।
বাংলাদেশ সময়: ১৯:২৬:৪৬ ৫১৩ বার পঠিত # #বাংলাদেশ ব্যাংক #ব্যাংক #লেনদেন