বৃহস্পতিবার, ২৭ মে ২০২১

নেত্রকোণায় জনগনের যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি

Home Page » সারাদেশ » নেত্রকোণায় জনগনের যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি
বৃহস্পতিবার, ২৭ মে ২০২১



ফাইল ছবি

বঙ্গ-নিউজ,
নেত্রকোনা থেকে, আনোয়ার হোসেন সাদী।
নেত্রকোণা জেলার সদর উপজেলার “সিংহের বাংলা ইউনিয়নের” দক্ষিণ সিংহের বাংলা গ্রামে, শতাধিক পরিবারের যাতায়াতের রাস্তায় লোহার গেইট দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে অজিত কুমার সিং নামের একজন স্কুল শিক্ষক। সরজমিনে গিয়ে দেখা যায় সিংহের বাংলা দক্ষিণ পাড়ায় এলাকাবাসীর যাতায়াতের রাস্তার সামনে লোহার গেইট দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে।

এর মধ্যে দেখা গেছে যে ভাবে রাস্তার মধ্যখানে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে তাতে এলাকার কেউ অসুস্থ্য হলে এম্বোলেন্স ঢুকতে পারবে না।অগ্নিকান্ড বা বড় ধরনের দুর্ঘটনা ঘটলে বাধা সৃষ্টি করবে।এই নিয়ে এলাকার ১।মোঃ আবুল হোসেন (৭০) পিতা মৃত আব্দুল অহেদ ২।মোঃ আব্দুস সালাম (৬৫) মরহুম আলী নেওয়াজ ৩।আলহাজ এনায়েত কবীর রুকন,৪। মোঃ রতন মিয়া,৫।মকবুল হেসেন সহ অনেকের অভিযোগ করে বলেন রাস্তার মাঝে লোহার গেইট দিয়ে বাধা সৃষ্টি বিষয়ে অজিত কুমার সিংকে কিছু বললে তিনি বলেন আমাকে তোমরা অত্যাচার ও নির্যাতন করছো।

এই নিয়ে অজিত সিং এর সাথে যোগা যোগ করলে বলেন আমার বাড়ির সামনে দিয়ে কোন গাড়ি ঢুকতে দিবনা প্রয়োজনে একটু উচিয়ে দিব।সিংহের বাংলা ইউনিয়নের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রহিম বলেন পাড়ার মানুষ এই রাস্তা দিয়ে দীর্ঘদিন যাবত চলাফেরা করে আসছে,রাস্তায় এমন করা ঠিক হয়নি।

বাংলাদেশ সময়: ২৩:০৯:৩০   ৫০৬ বার পঠিত