মঙ্গলবার, ১৩ আগস্ট ২০১৩
হাত বোমা,ককটেল ফাটিয়ে হরতাল পালন করছে জামায়াত
Home Page » জাতীয় » হাত বোমা,ককটেল ফাটিয়ে হরতাল পালন করছে জামায়াততোহা,বঙ্গ-নিউজ ডটকম:সারাদেশে বোমাবাজি, ঝটিকা মিছিল, হামলা-ভাংচুরের মতো নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে জনমনে আতঙ্ক তৈরি করে হরতাল পালন করছে যুদ্ধাপরাধীদের দল জামায়াত ইসলাম। নিবন্ধন বাতিলের রায়ের বিরুদ্ধে সারাদেশে ৪৮ ঘণ্টার হরতালের শুরুতে রাজধানীসহ বিভিন্ন স্থানে হাতবোমা ফাটিয়েছে জামায়াতে ইসলামীর কর্মীরা। ঈদের ছুটির পরপরই এ হরতালে জামায়াত-শিবির কর্মীরা যাতে বিশৃঙ্খলা ও সহিংসতা ঘটাতে না পারে, সেজন্য আইন-শৃঙ্খলা বাহিনীর সংখ্যক সদস্যরা মঙ্গলবার ভোর থেকেই রাজধানীর প্রতিটি সড়ক অবস্থান নেয়। তবে এর মধ্যেও সকাল ৭টার দিকে গুলশানের শাহজাদপুর এলাকায় জামায়াত-শিবির কর্মীদের একটি ঝটিকা মিছিল থেকে অন্তত চারটি ককটেল ফাটানো হয়। পরে ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয় বলে র্যাব-১ এর অধিনায়ক কিসমত হায়াৎ জানান। তিনি বলেন, “হাতবোমা ফাটানোর পর র্যাব সদস্যরা ধাওয়া করে ইসলামাইল হোসেন বাবু নামে একজনকে আটক করে। সে নিজেও হাতবোমায় কিছুটা আহত হয়েছে।” এরআগে সকাল সাড়ে ৬টার দিকে মিরপুরের কল্যাণপুরে ও যাত্রাবাড়ীর ভাঙ্গাপ্রেস এলাকায় হরতালের সমর্থনে মিছিল বের করে জামায়াত-শিবির কর্মীরা। যাত্রাবাড়ী থানার উপ পরিদর্দশক এমরানুল ইসলাম বলেন, পুলিশ পৌঁছানোর আগেই মিছিলকারীরা সরে যায়। হরতালের মধ্যেও সকাল থেকে রাজধানীতে রিকশা ও অটোরিকশা চলাচল করছে। সকালের শুরুতে গণ পরিবহনের সংখ্যা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তায় গাড়ির সংখ্যাও বাড়তে থাকে। হরতালের কারণে গাবতলী, মহাখালী ও সায়েদাবাদ থেকে দূর পাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। তবে ট্রেন ও লঞ্চ চলাচল স্বাভাবিক বলে কর্তৃপক্ষ জানিয়েছে। ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র মনিরুল ইসলাম বলেন, হরতালে যে কোনো ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে পুলিশ বাহিনী প্রস্তুত আছে। নাশকতা ঘটাতে গিয়ে কেউ হাতেনাতে ধরা পড়লে তাৎক্ষণিক বিচারের জন্য ডিএমপির প্রতিটি জোনে ভ্রাম্যমাণ আদালত সক্রিয় আছে। এদিকে আদালতের রায়ের বিরুদ্ধে হরতাল ডাকায় ইতোমধ্যে রফিকুল ও ইব্রাহিমকে তলব করেছে হাই কোর্টের একটি বেঞ্চ। তাদের বিরুদ্ধে কেন আদালত অবমাননার জন্য ব্যবস্থা নেয়া হবে না, তার কারণ জানাতে ১৬ সেপ্টেম্বর হাজির হতে বলা হয়েছে।
বাংলাদেশ সময়: ১২:৪৩:৪১ ৪৪৫ বার পঠিত