রবিবার, ২৩ মে ২০২১
মধ্যনগরে শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ
Home Page » সারাদেশ » মধ্যনগরে শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণস্টাফ রিপোর্টার, বঙ্গ-নিউজঃসুনামগঞ্জ জেলার মধ্যনগর থানার চামরদানী ইউনিয়ন পরিষদের উদ্যোগে ও
এলজিএসপি -৩ এর অর্থায়নে চামরদানী উচ্চ বিদ্যালয়ের ৩৮৫ জন শিক্ষার্থীর মধ্যে ছাতা বিতরণ করা হয়েছে।
রবিবার দুপুরে চামরদানী ইচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ছাতা বিতরণের সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চামরদানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ওয়াশিল আহম্মদ।অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন চামরদানী উচ্চ বিদ্যালয়ের সভাপতি গিয়াস উদ্দিন নুরী, প্রধান শিক্ষক গোলাম জিলানী, সহকারী শিক্ষক দেবল পোদ্দার, সহকারী শিক্ষক সাদিকুর রহমান,সহকারী শিক্ষক আমিরুল ইসলাম, সহকারী শিক্ষক জুলহাস উদ্দিন,মাওলানা শফিকুল ইসলাম,মরম আলী, ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা বিপুল দে প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৩:৩৬:৪৯ ১০০৭ বার পঠিত