শনিবার, ২২ মে ২০২১

ঘূর্ণিঝড় যশ বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলে আঘাত হানতে পারে ২৬ মে

Home Page » জাতীয় » ঘূর্ণিঝড় যশ বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলে আঘাত হানতে পারে ২৬ মে
শনিবার, ২২ মে ২০২১



ফাইল ছবি

বঙ্গনিউজঃ বঙ্গোপসাগরের আন্দামান দ্বীপপুঞ্জের কাছাকাছি এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হতে পারে। লঘুচাপটি আগামীকাল রবিবার নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ঘূর্ণিঝড়টি ২৬ মে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলে আঘাত করতে পারে।

ঘূর্ণিঝড়টির নাম রাখা হয়েছে ‘যশ’। ওমানের ভাষায় যশ মানে হচ্ছে হতাশা। বিশ্ব আবহাওয়া সংস্থা থেকে ঝড়ের আগাম এই নাম দেওয়া হয়। ঝড়টির নাম ঠিক করেছেন ওমানের আবহাওয়াবিদেরা।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবদুল মান্নান গণমাধ্যমকে বলেন, ‘শনিবারের মধ্যে লঘুচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ উপকূলের কাছে আসতে পারে। তবে এটি কেমন শক্তি নিয়ে আঘাত করবে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।’

আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছে, লঘুচাপটি আগামীকাল রবিবার নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ২৬ মে সেটি বাংলাদেশে দক্ষিণ-পশ্চিম উপকূলে আঘাত করতে পারে।

বাংলাদেশ সময়: ১৩:৫৫:৪৩   ৬৩১ বার পঠিত