বৃহস্পতিবার, ২০ মে ২০২১
আমার গোলাপ - ঋত্বিক ব্যানার্জি
Home Page » সাহিত্য » আমার গোলাপ - ঋত্বিক ব্যানার্জি
কুড়ি জেনে গোলাপ টি নিয়েছিলাম,
ফোটাবো নিজের হাতে ভেবে…
সে যে ফুটে গেছে, আমার স্পর্শের আগে ll
কত কথা ভিড় করে আসে, কত ব্যাথা বুকে ক্ষত হানে, কত সুখ
ধুয়ে যায় রক্তের লাল রঙে,
এতো সব একে বেঁকে চলে কোন দিকে?
কেউ বলে বামে কেউবা ডানে ll
সবুজ কিশলয় ভেবে প্রজাপতি ছোটে,
জানে না সে, মধু খেয়ে চলে গেছে ‘ওরা ‘ বনে ll
কত কি অজানা ভারী করে মন,
চুপি চুপি ডেকে বলি.. তুমি কি আপন ? ফোটা গোলাপ হেসে বলে, আমি যে সবার…
শুধু গন্ধ আছে ভেবে, করেছিলে আপন.. কাটাও যে আছে সাথে নিতে হবে আজ ll
আমি বলি, এমন কি নেই গোলাপ? যার আছে শুধু গন্ধ? গোলাপ হেসে বলে, তা কি করে সম্ভব ll
তবে দাও শুধু কাঁটা মোরে, আর গন্ধ টা সবার…
হতবাক গোলাপ ভাবে এ কোনদেশের মানব?
কাঁটা কেউ চায় নি তো, শুধু গন্ধই চায়…
আমি মনে মনে বলি ভুল তুমি করেছো মস্ত , আমায় ভেবে সবাই..
আমি যে ঋত্বিক, সবার দু হাত মিলাই..
বাংলাদেশ সময়: ২:০৩:১১ ৬৮২ বার পঠিত # #ঋত্বিক #ঋত্বিক ব্যানার্জি #কবিতা #রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়