শুক্রবার, ১৪ মে ২০২১

ছাত্রদের সংগঠন স্টুডেন্টস্ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ।

Home Page » সারাদেশ » ছাত্রদের সংগঠন স্টুডেন্টস্ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ।
শুক্রবার, ১৪ মে ২০২১



ফাইল ছবি

ডেস্ক রিপোর্ট : সুনামগঞ্জের ছাতকে স্টুডেন্টস্ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর উদ্যোগে ৩০ টি পরিবারের ১৫ দিনের ঈদ সামগ্রী সহ খাদ্য সামগ্রী প্রদান করা হয়। করোনা মহামারী থেকে শুরু করে বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে স্টুডেন্টস্ ওয়েলফেয়ার।

ছাতকের কালরুকা ইউনিয়নের দিগলবন ও আর্তানপুর গ্রামে দারিদ্র্য ও অসহায় ৩০ টি পরিবারের ১৫ দিনের ঈদ সামগ্রী ও নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী সহায়তা বিতরণ করা হয়।

১২ই মে রাতে স্টুডেন্টস্ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (SWA) এর উদ্যোগে এটি সম্পন্ন হয়। দিগলবন ও আর্তানপুর গ্রামের প্রবাসী ও যুব সমাজের সহযোগিতায় উক্ত সংগঠনের সদস্যরা দারিদ্র্য ও অসহায় পরিবারের নিকট রাত ১টার সময় খাদ্য সহায়তা পৌঁছে দেয়। খাদ্য সহায়তার

ঈদ উপহার পেয়ে উক্ত পরিবারগুলো বিস্ময় প্রকাশ করে এবং উক্ত সংগঠন ও প্রবাসীদের জন্য অনেক প্রশংসা ও ধোঁয়া করেন।

এ সময় সংগঠনটির সাধারণ সম্পাদক আখলাক হোসাইন তালুকদার বলেন SWA একটি ছাত্র কল্যাণ সংগঠন হলেও এটি এখন থেকে নিয়মিত মানবসেবায় কাজ করে যাবে। গরীব অসহায়ের পাশে তো সবসময় থাকবেই এছাড়া ও জরুরি রক্ত সহায়তা সহ বিভিন্ন সহোযোগিতা মূলক নিয়মিত কাজ করবে।

এভাবে এলাকার প্রবাসী, যুব ও ছাত্রসমাজ সবার অংশগ্রহনে SWA ভবিষ্যতে আরো ভালো উদ্যোগ নিয়ে সম্পাদন করতে পারবে। এতে উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের উপদেষ্টা তাজ উদ্দিন, নূর মিয়া,ষোহেল তালুকদার,রুবেল মাসুদ,লালা,ফয়সাল,জাকের,আল-আমীন
সংগঠনটির সদস্য আখলাক হোসাইন,সাজু,মিজান,ইমরান,সানি,জাকির,লোকমান,ছাকিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২:৫১:৫০   ৭৩৩ বার পঠিত