বৃহস্পতিবার, ১৩ মে ২০২১

দেশরত্ন শেখ হাসিনার থেকে অনেক কিছু শিখার আছে বললেন সাবেক ছাত্রলীগ নেতা সামিউল।

Home Page » সারাদেশ » দেশরত্ন শেখ হাসিনার থেকে অনেক কিছু শিখার আছে বললেন সাবেক ছাত্রলীগ নেতা সামিউল।
বৃহস্পতিবার, ১৩ মে ২০২১



সামিউল

বঙ্গ নিউজ ডটকমের এক সাক্ষাৎকারে সামিউল বলেন দেশ রত্ন শেখ হাসিনার থেকে অনেক কিছু শিখার আছে। তিনি তাঁর পরিবারের সকল সদস্যকে হারিয়ে দেশের মানুষকে তাঁর পরিবার বানিয়েছেন। এই মহামারীতে যারা অসুস্থ হয়েছে এবং যারা মারা গেছেন তিনি তা নিয়ে অবশ্যই মর্মাহত। দেশের সেবায় তিনি ২৪ ঘন্টা নিয়োজিত।ছবিঃবঙ্গ-নিউজ

অনেক সুন্দর করে দেশটাকে তিনি এগিয়ে নিয়ে যাচ্ছেন। কিন্তু দলের কিছু অসৎ মানুষের কর্মকাণ্ডের জন্য দল বদনামের শিকার হবে তা আমরা চাই না। এই পরিস্থিতিতে সবাই যার যার জায়গা থেকে সততার সাথে কাজ করলে দেশ অনেক এগিয়ে যাবে। দুই একজনের জন্য দলের ক্ষতি হবে তা আমরা কেউ আশা করি না। দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে ছাত্রলীগ,যুবলীগ এবং আওয়ামী লীগের অঙ্গসংগঠন এবং সরকারী-বেসরকারী কোম্পানি,ব্যাংক ইত্যাদি সকলে যেভাবে এগিয়ে এসেছে তা সত্যই প্রশংসনীয়।ছবিঃবঙ্গ-নিউজ

তিনি আরো বলেন তার কোম্পানি এস এস এন্টাপ্রাইজ ঈদ এর পর পর করোনা রোগীদের জন্য ফ্রী অক্সিজেন সেবা নিয়ে আসবে। তিনি পুরো রমজান মাস জুড়ে অসহায় মানুষদের জন্য এস এস এন্টাপ্রাইজের পক্ষ থেকে সেহেরী এবং ইফতার বিতরণের মতো গুরুত্বপূর্ণ অনেক কার্যক্রম চালিয়ে গেছেন তাঁর মা’য়েয় সহযোগীতায়।ছবিঃবঙ্গ-নিউজ

সামিউল সাফায়াত ঢাকার বৃহত্তর ১৯ নং ওর্য়াড, রমনা, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সভাপতি।
বর্তমানে তিনি এস এস এন্টাপ্রাইজের সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন।

বাংলাদেশ সময়: ১৮:১৫:৪৬   ৮৫৪ বার পঠিত