বুধবার, ১২ মে ২০২১
স্ত্রী মাহমুদা খানম মিতুকে হত্যায় সাবেক এসপি বাবুল গ্রেপ্তার
Home Page » এক্সক্লুসিভ » স্ত্রী মাহমুদা খানম মিতুকে হত্যায় সাবেক এসপি বাবুল গ্রেপ্তারবঙ্গ-নিউজ: এক সময়ের রহস্য-ঘেরা মিতু হত্যা। বহু আলোড়ন সৃষ্টিকারী একটি পরিকল্পিত হত্যাকান্ড। আজ থেকে পাঁচ বছর আগে চাঞ্চল্যকর মাহমুদা খানম মিতু হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল চট্টগ্রামে। এরপর তদন্তের এক পর্যায়ে নাটকীয় মোড় নেয় এই ঘটনা। অভিযোগের আঙুল তোলা হয় স্বামী বাবুল আক্তারের দিকে। এরপর কয়েকবার তাকে জিজ্ঞাসাবাদ করা হলেও এবার গ্রেপ্তার করা হলো সাবেক এই এসপিকে।
মঙ্গলবার (১১ মে) সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মূলত এর ২৪ ঘণ্টা আগে থেকেই পিবিআইয়ের হেফাজতে ছিলেন বাবুল আক্তার। সোমবার জিজ্ঞাসাবাদের জন্য তাকে চট্টগ্রাম থেকে ডেকে আনা হয়। গতকাল সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তারের বিষয়টি জানানো হয়েছে। ২০১৬ সালের জুন মাসের পাঁচ তারিখে চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ে আততায়ীর গুলি ও ছুরির আঘাতে প্রাণ হারান মাহমুদা খানম মিতু।
ওই ঘটনায় বাবুল বাদী হয়ে স্ত্রী হত্যার মামলা করেন। মামলার তদন্তের একেক পর্যায়ে সামনে আসে একেক রকম ব্যাপার। এক পর্যায়ে স্ত্রী হত্যার জন্য বাবুলের প্রতিও সন্দেহ প্রকাশ পায়। ঘটনার পর পুলিশের চাকরিও হারান বাবুল।
মামলার তদন্তের এক পর্যায়ে বাবুলের প্রতি সন্দেহ করা হলেও মিতুর পরিবার (বাবুলের শ্বশুর) বাবুলের পক্ষ নিয়ে কথা বলে। এভাবে কিছুদিন অতিক্রম হওয়ার পর এক সাক্ষাৎকারে মেয়ে হত্যার জন্য একাধিকবার বাবুলকে দায়ী করেছেন মোশাররফ হোসেন। এমনকি এ নিয়ে তদন্ত কর্মকর্তার কাছে লিখিত অভিযোগও করেন তিনি।
বাংলাদেশ সময়: ৯:২২:১৮ ৯৬৫ বার পঠিত #গ্রেফতার #বাবুল #মাহমুদা খানম #স্ত্রী হত্যা