শুক্রবার, ৭ মে ২০২১
মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে মানুষের ঢল
Home Page » জাতীয় » মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে মানুষের ঢল
বঙ্গনিউজঃ ঈদ সামনে রেখে বাড়ির উদ্দেশে যাত্রা করেছে মানুষ। রাজধানী ঢাকা ছাড়ছেন অনেকেই। এর চাপ পড়েছে মুন্সিগঞ্জের শিমুলিয়া ফেরিঘাটে।
শুক্রবার সরকারি ছুটির দিন এই চাপ আরও বেড়েছে। সকাল থেকেই ফেরিঘাটে যাত্রীদের চাপ সামলাতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। ঘরে ফেরা মানুষের যাত্রীদের ঢল নেমেছে শিমুলিয়ায়।
করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি উপেক্ষা করেই চলছে যাত্রী পারাপার। দক্ষিণ অঞ্চলের ২১ জেলার মানুষ যাতায়াত করছে এই ঘাট দিয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাতেই মূলত ঘাটে যাত্রীদের চাপ বাড়তে থাকে। শুক্রবার যেন মানুষের ঢল নেমেছে। যে যেভাবে পারছেন ঘাটে পৌঁছে, ফেরিতে উঠছেন। সামাজিক দূরত্ব বা কোনও কিছুই মানছেন না তারা। যাত্রীদের পাশাপাশি শিমুলিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় আছে আট শতাধিক যানবাহন।
শিমুলিয়া ফেরিঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) সাফায়াত আহম্মেদ জানান, ১৩টি ফেরিতে যাত্রী ও যানবাহন পার হচ্ছে। অতিরিক্ত চাপ সামাল দিতে খেতে হচ্ছে হিমশিম।
কুমারভোগ থেকে শিমুলিয়া ঘাটের সড়ক পর্যন্ত দুই কিলোমিটারজুড়ে যানজট দেখা দিয়েছে বলে জানিয়েছেন শিমুলিয়া ফেরিঘাটের ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) মো. হিলাল উদ্দিন।
বাংলাদেশ সময়: ১৪:৩১:০৫ ৮৮০ বার পঠিত #ঈদ #ফেরিঘাট #মানুষের ঢল #শিমুলিয়া