মঙ্গলবার, ৪ মে ২০২১

ভাঙ্গায় কবরস্থানের জায়গা দখল করে গরুর ঘর স্থাপন

Home Page » সারাদেশ » ভাঙ্গায় কবরস্থানের জায়গা দখল করে গরুর ঘর স্থাপন
মঙ্গলবার, ৪ মে ২০২১



শত বর্ষের পূরানো পারিবারিক গোরস্থানের উপর নির্মিত হয়েছে গরুর গোয়াল ঘর
ব্যুরো চিফ, ফরিদপুরঃ-

ফরিদপুরের ভাঙ্গায় প্রভাবশালীর বিরুদ্ধে পারিবারিক একটি কবরস্থানের জায়গা দখল করে গরুর খামার স্থাপনের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার ঘারুয়া ইউনিয়নের উত্তর চানপট্টি গ্রামের শামসু শিকদারের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার বরাবর এ অভিযোগ করা হয়।
অভিযোগসুত্রে জানা যায়, শতবছরের পারিবারিক কবরস্থানের উপর অবৈধভাবে গোয়াল ঘর নির্মাণ করে দখলে নিয়েছে প্রভাবশালী শামসু শিকদার। অপবিত্র করা হচ্ছে কবরস্থান। ক্ষতিগ্রস্থ হচ্ছে বসত ঘর। কবরস্থানে শায়িত ব্যক্তিদের স্বজনেরা বাধা দিলে প্রভাবশালী ব্যক্তি উল্টো তাদেরকে হুমকি ধামকি দিচ্ছে। কবরস্থানের পবিত্রতা রক্ষা ও অবৈধ দখল রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য ভুক্তভোগীরা উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ দাখিল করেছেন।
এ বিষয়ে গ্রামের মোঃ মোফাজ্জেল শিকদার বলেন, কবর স্থানটিতে দীর্ঘদিন যাবৎ মৃতদেহ দাফন করা হয়। সম্প্রতি নজরুল শিকদার সহ কয়েকজন মিলে এটি দখল করে অপ্রত্যাশিতভাবে গরুর খামার তৈরী করেছে। আমরা বাধা দিলেও সে কোন তোয়াক্কা করছেনা।
স্থানীয় ইউপি সদস্য মো নুরু শিকদার জানান, এলাকাটি দীর্ঘ্যদিন যাবৎ পারিবারিক কবরস্থান হিসেবে চিহ্নিত। এখানে বহু লাশ দাফন করা হয়েছে। বিষয়টি খুবই স্পর্শকাতর। কবরস্থান থেকে গরুর খামার অন্যত্র নেওয়া উচিৎ।
অভিযুক্ত কামরুল শিকদার বলেন, আমাদের জায়গা সংকট থাকায় এখানে গরুর ঘর নির্মাণ করা হয়েছে।
এ বিষয়ে ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন বলেন, অভিযোগ পেয়েছি। যেহেতু বিষয়টি স্পর্শকাতর । তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

বাংলাদেশ সময়: ১৮:১১:১৫   ১২০৯ বার পঠিত   #  #  #