সোমবার, ৩ মে ২০২১

শিবচরে বাল্কহেড ও স্পিডবোটের মধ্যে সংঘর্ষে, নিহত ২৬

Home Page » জাতীয় » শিবচরে বাল্কহেড ও স্পিডবোটের মধ্যে সংঘর্ষে, নিহত ২৬
সোমবার, ৩ মে ২০২১



শিবচরে বাল্কহেড ও স্পিডবোটের মধ্যে সংঘর্ষে, নিহত ২৬

বঙ্গ-নিউজ: মাদারীপুরের শিবচরে বাল্কহেড ও স্পিডবোটের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ সোমবার (৩ মে) ভোরে এই ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, মৃতের সংখ্যা আরও বাড়বে, কারণ কয়েকজন এখনও নিখোঁজ রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন বলেন, স্পিডবোটটি মুন্সিগঞ্জের শিমুলিয়া থেকে ৩০ জন যাত্রী নিয়ে বাংলাবাজার ফেরিঘাটের দিকে যাচ্ছিল। পুরাতন কাঁঠালবাড়ি ঘাটের কাছে আসার পর বালুবোঝাই একটি বাল্কহেডের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে উল্টে যায় স্পিডবোটটি। তিনি আরও জানান, স্বাভাবিকভাবেই বাল্কহেডের তেমন কিছু হয়নি। ওদিকে স্পিডবোটের ২৬ জনকে মৃত উদ্ধার করা হয়েছে। আহত একজনের চিকিৎসা চলছে স্থানীয় হাসপাতালে। বাকিদের উদ্ধারের জন্য পানিতে অভিযান পরিচালনা করা হচ্ছে।

ওসি মিরাজ হোসেন আরও বলেন, উদ্ধার করা ২৬ মরদেহের মধ্যে তিনজন শিশু ও এক নারী রয়েছেন। মরদেহগুলো উদ্ধার করে পুরাতন কাঁঠালবাড়ি ঘাটে রাখা হয়েছে। ইতোমধ্যে কয়েকজনকে স্বজনরা এসে চিহ্নিত করেছেন। বাকিদের নাম-পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১২:২৯:৫৫   ৫৩৪ বার পঠিত   #  #  #  #  #