রবিবার, ২ মে ২০২১
ছাতকে সন্ত্রাসী হামলায় তরুন মডেল অভিনেতা সানি সরকার মৃত্যু।
Home Page » সারাদেশ » ছাতকে সন্ত্রাসী হামলায় তরুন মডেল অভিনেতা সানি সরকার মৃত্যু।
ডেস্ক রিপোর্ট: ৪দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষ মৃত্যুর কুলে ঢলে পড়েছে মডেল অভিনেতা সানি সরকার। রোববার ১১টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। সানি সরকার নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেরার নারাইচ গ্রামের কাজল কান্তি সরকারের পুত্র।
বর্তমানে সে ছাতক শহরের মন্ডলীভোগ-ঘোষবাড়ি এলাকার ভাড়াটে বাসিন্দা।
জানা যায়, গত ২৮ এপ্রিল সন্ধ্যায় ডিউটি শেষে বাসায় ফেরার সময়, মোবাইল ফোনে সানি সরকারকে পৌরসভা কার্যালয়ে সংলগ্ন রাস্তায় ডেকে নিয়ে যায় ও পরিকল্পনা অনুযায়ী লোহার পাইপ দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে প্রতিপক্ষরা। তাকে আশংকাজনক অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় নিহতের পিতা কাজল কান্তি সরকার বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে আরো ৮-১০ জন অজ্ঞাত ব্যক্তি বিরুদ্ধে ছাতক থানায় একটি মামলা(নং-০১) দায়ের করেন।
এদিকে সানি সরকারের শারীরীক অবস্থার অবনতি ঘটলে তাকে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়। এখানে ৪দিন চিকিৎসাধীন অবস্থায় থেকে শনিবার সকালে তার মুত্যু ঘটে।
সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার, ছাতক বিলাল হোসেন জানান, এ ঘটনায় নাইম আহমদ(২০) নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। এই হত্যার সাথে যারা জড়িত তাদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী।
বাংলাদেশ সময়: ২২:১৮:২৭ ৯৩০ বার পঠিত # #ছাতক #মডেল #সন্ত্রাসী