রবিবার, ২ মে ২০২১
লালমনিরহাটে শিলাবৃষ্টিতে কৃষকের মাথায় হাত
Home Page » সারাদেশ » লালমনিরহাটে শিলাবৃষ্টিতে কৃষকের মাথায় হাত
লালমনিরহাট প্রতিনিধিঃ বর্তমান বাংলাদেশ করোনাভাইরাসের মহামারীতে যখন মানুষ দিশেহারা সেই সময় প্রকৃতির বৈরী আচরণ। গতকাল শিলাবৃষ্টিতে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নে খরপোরদোলা নামক অঞ্চলে শিলাবৃষ্টিতে পাকা ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। এ যেন পাকা ধানে মই দেয়া। কারো মাঠের ধান এর এক চতুর্থাংশ নষ্ট হয়েছে কারো অর্ধেক কিংবা কারো কারো সর্বস্ব ক্ষুয়ে গেছে শিলাবৃষ্টিতে। স্থানীয় কৃষকরা জানান তাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে তা অপূরণীয়। করণা ভাইরাসের কারণে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি তাদের সংসার চালাতে হিমশিম। প্রকৃতির এমন বৈরী আচরণ এ তাদের না খেয়ে দিন কাটতে হবে এমন এমন আশঙ্কাও করছেন অনেকে।
বাংলাদেশ সময়: ২০:০৬:০৯ ৬১৬ বার পঠিত # #কৃষক #লালমনিরহাট #শিলাবৃষ্টি