রবিবার, ২ মে ২০২১

প্রান্তরের পা শহরের সিঁড়ি - আমিনুল ইসলাম

Home Page » সাহিত্য » প্রান্তরের পা শহরের সিঁড়ি - আমিনুল ইসলাম
রবিবার, ২ মে ২০২১



প্রান্তরের পা শহরের সিঁড়ি প্রতীকী ছবি
মাথায় আকাশ আর বুকে নদী নিয়ে
হাঁটতে হাঁটতে উঠে আসা এক প্রাণ;
রাজধানীর লিপিস্টিক আড্ডায়
Carlos Benaim আজ
Eternity স্প্রে করেও ঢাকতে পারে না
সত্তায় জড়িয়ে থাকা
স্রোত-মাঠ-ফসলের ঘ্রাণ,
বাবলাবনার এঁটেল আঠার গন্ধ।
আর শত চোখে দৃশ্যপ্রধান চিত্রকল্প হয়ে
এই মানুষ সেই মানুষ,
আজ দাওয়াত পায়-
শাহজাহানের দেওয়ানে খাসেও
যদিও সেটি কারো শিরঃপীড়ার
শিরোনাম হওয়ার মতো কোনো কিছু নয় ;
অদ্ভুত সেই তার পাশে বসে— কবিতায়
উচ্ছলিত হতে হতে হতাশ হয়-
পোস্ট মর্ডান চ্যাপ্টারে সচ্ছল
ইংরেজি সাহিত্যের রিফাত মুনীর:
আপনি ভালো লেখেন কবি;
কিন্তু আপনার গায়ে কোথায় যেন একটা গন্ধ
যা আজকাল মেলে না
রাজধানীর কোনো শপিং মলে-
বসুন্ধরা সিটি কিংবা যমুনা ফিউচার পার্ক।
মিশ্রিত উচ্চারণে জড়িয়ে থাকে
পউশের আলকাপ আসরের
খোল করতালের সংগে
বারোয়ারী ঘাম ও তৃণমূল নেশার গন্ধ;
এইসব পুঁজি ও ঘাটতি নিয়েই সে
চষে বেড়ায় রাজধানী সমগ্র;
আজিজ থেকে কনকর্ড
শাপলা চত্বর থেকে চন্দ্রিমা উদ্যান;
কোথাও কোনো রেড সিগন্যাল ওঠে না
কেবল নষ্ট বুদ্ধিজীবী কবলিত
একটি একাডেমির
সামনের রাস্তায় পা দিতে
ঘেউ ঘেউ করে ওঠে–
মৌসুমিপর্দার রং বদলানো
—একটি মাঝবয়েসী জানালা।

আমিনুল ইসলাম

বাংলাদেশ সময়: ১০:০২:৩২   ৫৯০ বার পঠিত   #  #  #  #  #  #  #  #  #  #  #