শুক্রবার, ৩০ এপ্রিল ২০২১

আধারের জীবন -গুলশান আরা রুবী

Home Page » সাহিত্য » আধারের জীবন -গুলশান আরা রুবী
শুক্রবার, ৩০ এপ্রিল ২০২১



---


আমার ধরিত্রী শুধুই অন্ধকার

এখানে কেউ আসল আলোর দেখা পাবে না

আছে শুধুই নিশাচর।


শব্দের ছন্দ ছড়াছরি আমার চারপাশ

কিন্তু আলো প্রবেশ নিষেধ

শব্দ চাষের নেই শেষ।


আমার দুচোখের মণিতে আঁধার বরণ করেছি

আলোকে বহুকাল আগে বিদায় দিয়েছি।


এখন আমার কাছে দিবারাত্রি সবই সমান

আঁধার আমার একমাত্র সঙ্গী হয়ে রাখছে প্রাণ।


আমি দুহাতের আঙুলের ছোঁয়ায় শব্দের আলো খুঁজে পাই

তবুও খুঁজি নিশিতে আলোর ঘ্রাণ কাছে যদি পাই।


আকাশে তো অনেক রং দেখেছি কত ছিল মিল

সাত রঙের রংধনু লাল,নীল, বেগুনি,হলুদ বরণ এইতো ছিল।


আমার দু’চোখ ছিল ভোরের আলোয় জ্যোতি    এমনও সময় ছিল ভোরের শিশির কণায় হেঁটেছি কত দিবারাত্রি।


দুই চোখ ভরে আলো দেখাটাই ছিল পরম সুখ

আজি এই অন্তিম সময় অন্ধকার জগতের আছে শুধু দুখ।


এখন এই আঁধারের সাথে করেছি আমি সন্ধি,

এই আঁধারের মাঝে শব্দের আলোয় হয়েছে বন্ধি।

বাংলাদেশ সময়: ৮:২৩:৫২   ৯৪০ বার পঠিত