বুধবার, ২৮ এপ্রিল ২০২১
মধ্যনগরে ট্রাকের চাপায় নিহত দিনমজুর
Home Page » সারাদেশ » মধ্যনগরে ট্রাকের চাপায় নিহত দিনমজুরবঙ্গ-নিউজঃসুনামগঞ্জ জেলার মধ্যনগর থানার পিপড়াকান্দা গ্রামের সামনের সড়কে রড ভর্তি ট্রাকের চাপায় পিষ্ট হয়ে এক দিনমজুরের মৃত্যু হয়েছে।মঙ্গলবার রাত ১১ টার দিকে রড ভর্তি একটি ট্রাক উল্টে চাপায় পিষ্ট হয়ে মধ্যনগর বাজার সংলগ্ন পিপড়াকান্দা গ্রামের সামনের সড়কে চামরদানী ইউনিয়নের জলুসা গ্রামের মৃত আব্দুর রাশিদ খাঁর ছেলে দিনমজুর মানিক মিয়া (৪২) এর মৃত্য হয়।
এই বিষয়ে মধ্যনগর থানার ওসি নির্মল চন্দ্র দেব বলেন,নিহত লোকটি কে উদ্ধার করা হয়েছে। বিস্তারিত পরবর্তীতে জানানো হবে।