বুধবার, ২৮ এপ্রিল ২০২১
প্রণব কুমার সত্যব্রতঃ লেখক ও তাঁর গ্রন্থ
Home Page » সাহিত্য » প্রণব কুমার সত্যব্রতঃ লেখক ও তাঁর গ্রন্থপ্রণব কুমার সত্যব্রত (জন্মঃ ২০ অক্টোবর, ১৯৯৮) বাংলাদেশের একজন আধুনিক কবি যিনি অল্প সময়ে পাঠক মহলে নন্দিত হয়। তাঁর কবিতা সংকলন “ইচ্ছেরা বলে” ২০২১ সালে প্রকাশিত হওয়ার পর কবি প্রশংসা কুড়িয়েছেন। ২০২০ সালে আসে তার গল্পের বই প্রকাশ হয়। তার অন্যতম জনপ্রিয় কবিতা ‘ইচ্ছেরা বলে’।
প্রণব কুমার সত্যব্রত
জন্মঃ২০ অক্টোবর ১৯৯৮
কুড়িগ্রাম, বাংলাদেশ
পেশাঃচাকুরি
নাগরিকত্বঃবাংলাদেশী
সময়কালঃএকবিংশ
ধরনঃকবিতা,গল্প
উল্লেখযোগ্য রচনাবলী
★এক বৃষ্টির রাতে
★ইচ্ছেরা বলে
জন্ম ও শিক্ষাজীবন সম্পাদনা
১৯৯৮ সালের ২০ অক্টোবর কুড়িগ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম রাজকিশোর রায় । আর মাতার নাম ধনমালা রায়। ২০১৪ সালে সাকোয়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ২০১৬ সালে রাজারহাট মীরইসমাইল কলেজ থেকে তিনি এইচএসসি পরিক্ষা দেন।২০১৭ সালে কর্ম জীবন শুরু করেন, তিনি এখনো অধ্যায়ন রত আছেন। ছাত্রাবস্থায় কবি অনেক মেধাবী ছিলেন তিনি আরশী নগর গুরু গৃহ নামে একটি সংস্কৃিত সংগঠনের সাথে যুক্ত ছিলেন।প্রণব কুমার সত্যব্রত একাধারে শিল্পী,তবলা বাদক,বাঁংশি বাদক।
বাংলাদেশ সময়: ০:২৭:৪০ ১১৩৮ বার পঠিত # #তবলা বাদক #প্রণব কুমার সত্যব্রত #বংশীবাদক #লেখক