বুধবার, ২১ এপ্রিল ২০২১
মধ্যনগরে ধর্ষণ মামলার আসামী গ্রেফতার
Home Page » সারাদেশ » মধ্যনগরে ধর্ষণ মামলার আসামী গ্রেফতারস্টাফ রিপোর্টার,বঙ্গ-নিউজঃসুনামগঞ্জের মধ্যনগরে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় আরশাদ মিয়া নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মধ্যনগর থানার বংশীকুন্ডা (দঃ) ইউনিয়নের রংচী গ্রামের আব্দুল হকের ছেলে আরশাদ মিয়া (৩৫) কে গত মঙ্গলবার রাত ১১ টার দিকে দাতিয়াপাড়া লায়েছ ভূঁইয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সামনে থেকে গ্রেফতার করা হয়।
গত ১ এপ্রিল রাতে ওই গৃহবধূ ঢুলপুষি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রতন চন্দ্র সরকারসহ একই ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে আজাদ মিয়া (৪৮), রংচী গ্রামের আব্দুল হকের ছেলে আর্শাদ মিয়া (৩৫), বংশীকুন্ডা গ্রামের সায়েব আলীর ছেলে ইউনুস মিয়া (৩৫) ও একই গ্রামের লালু মিয়ার ছেলে রফিকুল ইসলামকে (৩৫) আসামি করে মধ্যনগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
মামলা সূত্রে জানা যায়, বংশীকুন্ডা (দঃ) ইউনিয়নের বুড়িপত্তন আদর্শ গ্রামের ওই গৃহবধূ গত ২৮ মার্চ সন্ধায় তার অন্তসত্বা পুত্রবধূর জন্য পার্শ্ববর্তী বাট্টা গ্রামের দিনবন্ধু নামক কবিরাজের কাছ থেকে একটি তাবিজ আনতে যায়। রাত ৮টার দিকে সেখান থেকে ফেরার পথে দক্ষিণউড়া গ্রামের সামনে আসলে নৃপেন্দ্র বিশ্বাসের পুকুর পারে নির্মাণ করা ছোট ঘরে গৃহবধূর গতিরোধ করে শিক্ষক রতন চন্দ্র সরকার আরো কয়েকজন নিয়ে যায়। এ সময় তারা গৃহবধূকে সেখানকার একটি ওই চাপড়াঘরে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে বলে মামলায় উল্লেখ করেন গৃহবধূ।
মধ্যনগর থানার ওসি নির্মল চন্দ্র দেব বলেন, ‘আরশাদ মিয়াকে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১৬:৪৭:০৮ ১৬৪৬ বার পঠিত #আসামি #ধর্ষণ #সুনামগঞ্জ