সোমবার, ১৯ এপ্রিল ২০২১

ভাঙ্গায় ভ্রাম্যমান আদালতের অভিযান, বিভিন্ন জনকে অর্থদন্ড

Home Page » প্রথমপাতা » ভাঙ্গায় ভ্রাম্যমান আদালতের অভিযান, বিভিন্ন জনকে অর্থদন্ড
সোমবার, ১৯ এপ্রিল ২০২১



ভ্রাম্যমান আদালত পরিচালনা করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজিব আহমেদ
ব্যুরো চিফ, ফরিদপুরঃ-
ফরিদপুরের ভাঙ্গায় ভ্রাম্যমান আদালতের অভিযানে বিভিন্ন ব্যবসায়ী ও ইজিবাইক চালকদেরকে অর্থদন্ড দেয়া হয়েছে। সোমবার দুপুরে ভাঙ্গা পৌর বাজারে অভিযান পরিচালনাকালে তাদেরকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালত সুত্রে জানা যায়, জনস্বাস্থ্য, নিরাপত্তা, সুবিধা, শোভনতা ও নৈতিকতা সংক্রান্ত ১৮৬০ সালের সঙ্গরোধ সংক্রান্ত নিয়ম অমান্য করায় (২৭১ ধারা) ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজিব আহমেদ অভিযান পরিচালনা করে ভাঙ্গা পৌর বাজারের একাধিক ব্যবসায়ী ও ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে চলাচলরত ইজিবাইক চালকদেরকে দুই হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও সুত্রে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৭:৩৩:২৫   ১০৫৫ বার পঠিত   #  #  #  #