শুক্রবার, ১৬ এপ্রিল ২০২১

অসদাচরণের অভিযোগে বরখাস্ত হলেন উপ-সচিব

Home Page » জাতীয় » অসদাচরণের অভিযোগে বরখাস্ত হলেন উপ-সচিব
শুক্রবার, ১৬ এপ্রিল ২০২১



সরকারী লগো

বঙ্গ-নিউজ:অসদাচরণের অভিযোগে বরখাস্ত হলেন একজন উপ-সচিব। তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব মো. লোকমান আহমেদ। তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রণালয়।

জানা গেছে, অসদাচরণের অভিযোগে বরখাস্ত হওয়া লোকমান আহমেদ ২৪তম বিসিএসের কর্মকর্তা। তিনি দীর্ঘদিন ধরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) ছিলেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে উপসচিব লোকমান আহমেদের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগের বিষয়টি উল্লেখ করা হয়। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুসারে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার কথা বলা হয়েছে এতে।

অভিযোগের ভিত্তিতে লোকমান আহমেদকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করাকে ‘প্রয়োজন ও সমীচীন’ হিসেবে বর্ণনা করা হয় প্রজ্ঞাপনে। তবে বরখাস্তের সময়কালে বিধি অনুযায়ী তিনি খোরপোশ ভাতা পাবেন বলে জানানো হয়।

বাংলাদেশ সময়: ৮:৩৪:২৭   ৬৯২ বার পঠিত   #  #  #  #  #