বুধবার, ১৪ এপ্রিল ২০২১
ফরিদপুরে ইয়াবাসহ আটক-১
Home Page » প্রথমপাতা » ফরিদপুরে ইয়াবাসহ আটক-১
জিল্লুর রহমান রাসেল, ফরিদপুর প্রতিনিধিঃ-
ফরিদপুর জেলার মধুখালী উপজেলা হতে ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। মঙ্গলবার দিবাগত গভীর রাতে মধুখালী থানাধীন টাকদিয়া গ্রামে মোঃ মোক্তার শেখ (২৭) কে আটক করা হয়।
র্যাব-৮ এর এক প্রেস বিজ্ঞপ্তীর মাধ্যমে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খোরশেদ আলম এবং কোম্পানীর স্কোয়াড কমান্ডার সহকারি পুলিশ সুপার মাহিদুল হাসান এর নেতৃত্বে ১৩ এপ্রিল দিবাগত গভীর রাতে ফরিদপুর জেলার মধুখালী থানাধীন টাকদিয়া গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে ঐ গ্রামের মাদক ব্যবসায়ী আসামী মৃত নিজাম শেখের পুত্র মোঃ মোক্তার শেখ (২৭) কে আটক করা হয়।
এ সময় আটককৃত আসামীর সাথে থাকা ১৬০০(এক হাজার ছয়শত) পিছ ইয়াবা ট্যাবলেট, এবং মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০২টি সীমকার্ডসহ ০১টি মোবাইল ফোন জব্দ করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ইয়াবা ও অন্যান্য আলামত সহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ফরিদপুর জেলার মধুখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা প্রক্রিয়াধীন।
বাংলাদেশ সময়: ২০:৫৪:২৯ ৭৫২ বার পঠিত #ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক #ফরিদপুর #মধুখালী